
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়ার বিদায়ের পর এই সিদ্ধান্ত নেন তিনি। ফলে ১৭০ ম্যাচে থেমে গেল তার এক দিনের ক্যারিয়ার।
তবে ওয়ানডে থেকে সরে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলে যাবেন স্মিথ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। যেখানে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হবে।
গতকাল দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর সতীর্থদের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন স্মিথ। ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘সরে যাওয়ার এটাই সঠিক সময়। এটা ছিল দারুণ এক যাত্রা এবং আমি এর প্রতিটি মিনিট উপভোগ করেছি।’
স্মিথ অস্ট্রেলিয়া দলকে ৬৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যেখানে জয়ের শতাংশ ৫০। তার অধিনায়কত্বের প্রথম বছরই ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ জেতে অস্ট্রেলিয়া।
সম্প্রতি স্মিথ নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতান দলকে।
বিদায়ের সময় স্মিথের ওয়ানডে রান ৫৮০০। ব্যাটিং গড় ৪৩.২৮ ও স্ট্রাইক রেট ৮৬.৯৬। তিনি ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি করেছেন। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৪ রানের ইনিংসটি তার সেরা।
স্মিথ অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।