তারিখ লোড হচ্ছে...

ভোলায় দুই সাংবাদিকদের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ভোলা :
ভোলায় দুই সাংবা‌দিকদের উপর হামলার ঘটনার দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবী‌তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে ভোলা প্রেসক্লা‌বের সাম‌নে ভোলা প্রেসক্লাব, ভোলা জেলা রির্পোটার ইউনিটি, দৈ‌নিক ভোলা টাইমস্ প‌রিবার ও ভোলা জেলা সংবাদপত্র হর্কাস ইউনিয়নের ব‌্যানা‌রে প্রায় ঘন্টাব‌্যাপী এই কর্মসূ‌চি পালন করা হয়।

এই সময় বক্তারা ব‌লেন, অভিযুক্ত কালিমুল্লাহ বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সচিব হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন খাদ্য গুদামের অসাধু কর্তাদের ও ইউনিয়ন পরিষদের কতিপয় চেয়ারম্যানদের যোগসাজশে সরকারী চাল কম দামে ক্রয় করে বস্তা পাল্টিয়ে বেশি দামে ভোলা খালপারের অবস্থিত নিজ দোকানে বিক্রি করার অভিযোগ রয়েছে। এছাড়াও কয়েক বছর আগে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর চাল সংগ্রহ করে অন্য জেলায় পাঠানোর সময় জরিমানাও করা হয় কালিমুল্লাহকে। কিন্তু কোন এক অদৃশ্য ক্ষমতার কারনে বার বার ধরাছোঁয়ার বাইরেই থেকে যান ইউ’পি সচিব কালিমুল্লাহ।
এসময় বক্তারা প্রশাসনের দৃস্টি আকর্ষণ করে বলেন, আগামী ১২ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাংবাদিকরা প্রশাসনের সকল পজেটিভ নিউজ বর্জন করে অনিয়মের নিউজ প্রচার করবে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে হামলাকারী দোষী‌দের দ্রুত গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবী ক‌রেন বক্তারা।
উলেখ্য, ভোলার আগার‌পোল এলাকার বা‌সিন্দা এবং খাল পাড়ের ব‌্যবসায়ী মোঃ কালীমুল্লাহ, মোঃ হাবিবুল্লাহ খোকনের সা‌থে তা‌দের আরেক ভাই অ‌লিউল্লাহর পৈত্রিক টাকা-পয়সা ও ব‌্যবসা প্রতিষ্ঠান নি‌য়ে দ্বন্দ্ব চ‌লে আস‌ছিল। এঘটনার প‌রি‌প্রেক্ষি‌তে অ‌লিউল্লাহ নিরুপায় হয়ে খাল পাড়া‌রের ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে তালা ঝু‌লি‌য়ে দেন। প‌রে মঙ্গলবার সকা‌লের দি‌কে কালীমুল্লাহ ও মোঃ হাবিবুল্লাহ খোকন সন্ত্রাসী দলবল নি‌য়ে তালা ভে‌ঙে ব‌্যবসা প্রতিষ্ঠান দখল ও মালামাল নেওয়া চেষ্টার করার সময় সাংবা‌দিকরা ছ‌বি ও ভি‌ডিও কর‌তে গে‌লে কা‌লিমুল্লাহ, হা‌বিবুল্লাহ খোকন ও কামাল হো‌সে‌নসহ তা‌দের দলবল দৈ‌নিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মো: আলী জিন্নাহ রাজীব ও এক‌টি অনলাইন প‌ত্রিকার সাংবা‌দিক বিজয় বাইনের উপর চড়াও হ‌য়ে হামলা চালি‌য়ে আহত ক‌রেন। হামলার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে বক্তব‌্য রা‌খেন, ভোলার সি‌নিয়র সাংবা‌দিক মোকা‌ম্মেল হক মিলন, দৈ‌নিক আমার দেশ প‌ত্রিকার সাংবা‌দিক মো: ইউনুছ শরীফ, বাসস এর প্রতি‌নি‌ধি আল আমিন শাহ‌রিয়ার, ভোলাটাইমস্ এর ভারপ্রাপ্ত সম্পাদক যুগান্তর ও জি‌টি‌ভির প্রতি‌নি‌ধি এম হেলাল উদ্দিন, শিমুল চৌধুরী, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, এশিয়া টিভি এন আলম, এসএ টিভি প্রতিনিধি বিল্লাল হোসেন, গ্লোবাল টিভির অনিক আহমেদ, এনটিভির রিয়াজ,সাংবাদিক মনিরুল ইসলাম,মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ, আজকের পত্রিকা জেলা প্রতিনিধি, মোহাম্মদ মনসুর আলম চ্যানেল এস, জুয়েল সাহা, যমুনা টিভি, লিটন শেখ মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন তুহিন খন্দকার সভাপতি অনলাইন প্রেস ক্লাব।

উপজেলা হাসপাতাল সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তারের ফাঁকিবাজিতে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার

 

এ এস এম সায়েমঃ

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন এবং অ্যানেসথেসিয়া ডাক্তারের ফাঁকিবাজিতে চালু হচ্ছেনা অপারেশন থিয়েটার।

গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ইন্দ্রাণী কর, অ্যানেসথেসিয়া ডাক্তার সত্যজিৎ দত্ত ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইসলাম রুমেন মাসে মাত্র চার দিন আসেন।

উপজেলার প্রায় দুই লক্ষ জনগণের চিকিৎসা সেবায় সরকারি এই হাসপাতালটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তারের অভাবে চালু হয়নি অপারেশন থিয়েটার।

গত বছর আঠারো ডিসেম্বর এখানে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ইন্দ্রাণী কর ও অ্যানেসথেসিয়া ডাক্তার সত্যজিৎ দত্ত যোগদানের পরেও তাদের ডিউটি ফাঁকিবাজিতে এবং জিএ মেশিন মেরামতের অভাবে চালু হচ্ছেনা অপারেশন থিয়েটার।

এ বিষয়ে নাক, কান, কান গলা বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইসলাম রুমেন মানবজমিনকে বলেন, আমি সপ্তাহে বুধবার রোগী দেখি নেছারাবাদে। এছাড়া বরিশালের ল্যাব এইডে রোগী দেখি।

অ্যানেসথেসিয়া ডাক্তার সত্যজিৎ দত্ত বলেন, অ্যানেসথেসিয়া মেশিন সংযোজন বা মেরামতের অভাবে অপারেশন থিয়েটার বন্ধ থাকায় আমার কোন কাজ নাই। হাসপাতালে গিয়ে অন্যের চেম্বারে বসে থাকতে হয়। ওটি চালু হলেই আমি ওখানে থাকবো। বর্তমানে ঢাকার ধানমন্ডিতে থাকি হাসপাতালে প্রায়ই যাই।

গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ইন্দ্রাণী কর রোগী থাকলে রবি বার আসতে বলে ফোন কল কেটে দেন।

হাসপাতাল সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ডাক্তার ইন্দ্রাণী কর সপ্তাহে রবিবার আসেন অ্যানেসথেসিয়া ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার মাসের বেতন নেওয়ার জন্য একবার আসেন। এছাড়া হাসপাতালে যদি কোন ইনেক্সপেকশন থাকে তখন এসে হাজির হন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফিরোজ কিবরিয়া মানবজমিনকে জানান, হাসপাতালের জিএ মেশিন চালু হলেই সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তার কন্টিনিউ ডিউটি করবেন। হাসপাতালে কন্টিনিউ হওয়ার ব্যাপারে তাদের বলবো।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার