তারিখ লোড হচ্ছে...

যুবলীগ নেতা শেখ সাঈদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা শেখ সাঈদ (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের একটি ভাড়া বাসা থেকে শেখ সাঈদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি টয়লেটে লুকানোর চেষ্টা করেন।

ওসি আরও জানান, শেখ সাঈদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে লেগুনায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগও রয়েছে।

সোমবার ভোরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, শেখ সাঈদকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে এবং দুপুরে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত মালবাহি ট্রেন

ডেস্ক রিপোর্টঃ

সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনের ইঞ্জিনে সজোরে আঘাত করে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন, চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম