তারিখ লোড হচ্ছে...

আন্দোলনের মুখে গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরের ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করা হয়। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করতে পারবো।

তিনি আরও বলেন, যেসব শ্রমিকরা আন্দোলন না করে কাজে যোগ দিতে চেয়েছিলেন, আন্দোলনরত শ্রমিকদের একটি পক্ষ তাদের মারধর করেছেন বলে শুনেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত (দুপুর ১২টা) ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি কুমিল্লা॥

কুমিল্লার সদর দক্ষিণে বিদেশি পিস্তল ও গুলিসহ কাউছার হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন, তিন রাউন্ডগুলি এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দিনগত রাতে উপজেলার সালমানপুর এলাকায় অভিযান চালিতে তাকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। কাউছার হোসেন সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

র্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক কারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন কাউসার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম