তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসায় কোটা চালু করেছে সৌদি সরকার

স্টাফ রিপোর্টার:

সৌদি সরকার বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা প্রদান সীমিত করে কোটা পদ্ধতি চালু করেছে। চলতি মাস থেকে সৌদি দূতাবাস ওমরাহ ভিসাপ্রত্যাশীদের শতকরা মাত্র ১০ ভাগকে ভিসা দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

তিনি জানান, পূর্বে ১০০টি ভিসার আবেদন করলে ১০০টিই মঞ্জুর হতো, তবে বর্তমানে মাত্র ৮-১০ শতাংশ ভিসা প্রদান করা হচ্ছে। কোনো কারণ না দেখিয়েই গত ৫ মার্চ থেকে এই সমস্যা শুরু হয়েছে। বিষয়টি সমাধানে ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে হাব।

এদিকে, বুধবার ধর্ম মন্ত্রণালয় আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সীরা হজ পালনে যেতে পারবে না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত যাত্রী, এজেন্সি, ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা মানতে হবে।

জানতে চাইলে উপসচিব মামুন আল ফারুক বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মানতে হয়।

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসি সচিব

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের এসব কথা জানান আখতার আহমেদ।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে।

নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই বাছাই চলছে বলে জানান আখতার আহমেদ।

language Change
সংবাদ শিরোনাম