দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন। আজ (সোমবার) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার। বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা।

হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। গতকাল চার সদস্যের (শাহীন, হিল্টন,গাউস ও ইকবাল) সঙ্গে আজ যোগ দিয়েছেন আরও তিন সদস্য রুপু,সবুজ ও মঞ্জু। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থকের ভিড়। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এজন্য গণমাধ্যম কর্মীরাও বিমানবন্দরে ভিড় জমিয়েছেন।

টিভিতে আজকের খেলা

খেলা ডেস্কঃ

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (সোমবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।

ক্রিকেট

বিপিএল
সিলেট স্ট্রাইকার্স-চিটাগং কিংস
দুপুর দেড়টা, টি স্পোর্টস, গাজী টিভি

রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স
সন্ধ্যা সাড়ে ৬টা, টি স্পোর্টস, গাজী টিভি

বিগ ব্যাশ লিগ

সিডনি থান্ডার-পার্থ স্করচার্স
দুপুর আড়াইটা, স্টার স্পোর্টস ২

এসএ২০

এমআই কেপটাউন-পার্ল রয়্যালস
রাত সাড়ে ৯টা, স্টার স্পোর্টস ২

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন
প্রথম রাউন্ড
সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫

 

সবা:স:জু- ৭৯১/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম