নারীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ ওসি ও এস আই এর বিরুদ্ধে!!

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মেঘনা থানার ওসি ছমির উদ্দিন ও এসআই মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩- এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার একজন কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, মেঘনা থানার শিকিরগাঁও এলাকার এক প্রবাসীর স্ত্রী (২৬) জমির বিরোধ নিয়ে হওয়া মামলার খোঁজ নিতে বেশ কয়েকবার থানায় আসা যাওয়া করেন। এর সূত্র ধরে ওসি ছমির ও এসআই মোশাররফ তাকে প্রায়ই ফোন করতেন। এক পর্যায়ে ওসি ছমির তাকে মেঘনা রিসোর্টে সময় কাটানোর প্রস্তাব দেন। এসআই মোশাররফও প্রায়ই ফোন করে অনৈতিক প্রস্তাব দিতেন। তারা ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতেন। প্রস্তাব প্রত্যাখান করায় দু’জনেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগে বলা হয়, গত ২৬ আগস্ট ওই নারীর বোনের জামাইকে গ্রেফতার করতে যান ওসি ছমির ও এসআই মোশাররফ। সেদিন তিনি মামলার ওয়ারেন্ট দেখতে চাওয়ায় এসআই মোশাররফ তাকে থানায় নিয়ে আসেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে ওসির রুমে নেওয়া হয়। এ সময় রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওসি তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং চিৎকার করলে মেরে ফেলার ও ধর্ষণের হুমকি দেন। তখন ওসিকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে চড়, থাপ্পড় এবং লাথি মারা হয়। ওই নারী চিৎকার শুরু করলে এসআই মোশাররফ তার গলা চেপে ধরে। পরে তাকে আবারও অনৈতিক প্রস্তাব দেন দুই পুলিশ কর্মকর্তা। তবে তিনি রাজি হননি বলে দাবি করেন।

মেঘনায় ৭৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধারঃ আসামি পলাতক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলায় পুলিশি অভিযান চালিয়ে ধরা পড়লো প্রায় ৭৮ কেজি গাঁজা ও একটি খয়েরী রঙের প্রাইভেটকার।
গত (২ মে,২০২৩) মঙ্গলবার ওসি ছমিউদ্দিনের নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র) উজ্জ্বল চন্দ্র সূত্রধর সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় চেক পোস্ট পরিচালনা করা হয়। এমন সময় মাদকবাহী একটি প্রাইভেটকার সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে মানিকারচর বাজারের দিকে অগ্রসর হতে থাকে। উক্ত প্রাইভেটকারটি ধাওয়া করে মাতাবেরকান্দি সাকিনের জনৈক দায়েন সরকারের বাড়ীর পশ্চিম পার্শ্বে মাতাবেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে গাঁজা সহ রাত ১১:৫০ ঘটিকার সময়  উক্ত গাড়িটি আটক করা হয়। পরে ২ জন মাদক কারবারী আসামি গাড়ি রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে ওসি ছমিউদ্দিন বলেন, অজ্ঞতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম