তারিখ লোড হচ্ছে...

বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব বাতিল

স্টাফ রিপোর্টার:

জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ১২ কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) আহ্বায়ক মাহবুবা ফারজানার সভাপতিত্বে এই পদোন্নতি চূড়ান্ত করার কথা ছিল।

একইদিন একটি প্রতিবেদনে দাবি করা হয় যে, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও পদোন্নতির জন্য মনোনীত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশের পর সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে পদোন্নতি কমিটির সভা এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক বিবৃতিতে জানান, বিটিভি কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্ধারিত ১৭ মার্চের সভাটি অনুষ্ঠিত হবে না, যা ইতোমধ্যে ১৬ মার্চ দাপ্তরিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি বিটিভির ১২ কর্মকর্তার পদোন্নতির উদ্যোগ নেয় তথ্য মন্ত্রণালয়। এসব কর্মকর্তার নামের তালিকা একটি গোয়েন্দা সংস্থার কাছে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়। গোয়েন্দা তদন্তে বেরিয়ে আসে ওই তালিকায় সাবেক ছাত্রলীগ নেতা ও দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত পতিত সরকারের দোসরদের নাম রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্তত পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের কারও কারও বিরুদ্ধে বিভাগীয় তদন্তে দুর্নীতির প্রমাণও পাওয়া গেছে। এতকিছুর পরও রহস্যজনক কারণে তাদের পদোন্নতির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছিল মন্ত্রণালয়।

শেখ মুজিবের শাসনামল নিয়ে যা প্রচার করা হয়, তার ২০ শতাংশ ঠিক : মাসুদ কামাল

শেখ মুজিবের শাসনামল নিয়ে প্রচার করা ২০ শতাংশ ঠিক : মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট:

শেখ মুজিবুর রহমানের শাসনামল নিয়ে যা প্রচার করা হয়, তার ২০ শতাংশ ঠিক বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, শেখ মুজিবের শাসনামল দেখেছি। শুনে শুনে কথা বলছি না। বই পড়ে ইতিহাস জানছি না। শেখ মুজিবের শাসনামল ৭২-৭৫ পর্যন্ত দুর্বিষহ শাসনামল। মানুষ অনেক কষ্ট করেছে। এখন শেখ মুজিবের শাসনামল নিয়ে যে যুক্তি দেওয়া হয়, তা ২০ শতাংশ ঠিক। বাকি ৮০ শতাংশ উনি ওনার দলের লোকদের নিয়ন্ত্রণ করেতে পারেননি। তারা অপকর্মগুলো করেছে।

একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাসুদ কামাল আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কয়েকবার লেখা হয়েছে। একটি আওয়ামী লীগ লিখেছে, কী ছিল। আরেকটি বামপন্থীরা লিখেছে। বামপন্থীদের মধ্যে আবার দুইবার লেখা হয়েছে। একটি মার্কসবাদী, অন্যটি পিকিংপন্থী। এরা একেকজন একেকভাবে ব্যাখ্যা করেছে। আমাদের আজকের যে প্রজন্ম, তারা বই পড়ে স্বাধীনতার ইতিহাস চেনে। বই পড়ে শেখ মুজিবকে চেনে। আমি ওনাকে মহামানব মনে করি না। যেটা ওনার কন্যা চেষ্টা করেছিল ওনাকে মানুষ না মহামানব বানিয়ে ফেলবে।

তিনি আরো বলেন, ইতিহাসে যার যা প্রাপ্য, তাকে ততটুকুই দিতে হবে। এখন শেখ মুজিবকে নিয়ে অযথা যে সমালোচনা করা হয়, তার দশভাগের একভাগও সমালোচনা গোলাম আজমকে নিয়ে হয় না।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান