তারিখ লোড হচ্ছে...

ভুক্তভোগী না থাকায় ভাড়াটিয়া দিয়ে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় একটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করেছে আরেকটি রিয়েল এস্টেট কোম্পানি। মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র তিন/ চার জন। বলা হচ্ছে, এরাও সাজানো লোক। মূলত দুটি কোম্পানির জমি নিয়ে বিরোধে ফলে এমন মানববন্ধনের আয়োজন। সেখানে ছাত্র জনতার শতাধিক প্রতিনিধিকেও উপস্থিত থাকতে দেখা গেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল মার্চ বিকেলে উত্তরা প্রেসক্লাবের সামনে কথিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি দুপুর দুইটা আরম্ভ হওয়ার কথা থাকলেও লোকবলের অভাবে সটিক সময়ে করতে পারেনি। পরে বিভিন্নবাবে লোকজন দাড় করিয়ে কোনমতে শেষ করা হয়। মানববন্ধনে আগত অধিকাংশই শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক, এছাড়া মানববন্ধনের আয়োজনকারী রিয়েল এস্টেট কোম্পানির‌ আনিত অভিযোগের ব্যাপক অসামজস্যতা রয়েছে বলে অভিযোগ আছে। বলা হয় বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক ১৭ তাদের একশ পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে। কোম্পানির দাবি, এখানে কোন রাস্তাই ছিলো না, বরং তারা পার্ক ১৭ এর জমিতে জোরপূর্বক রাস্তা চায়, বিনামূল্যে তাদের রাস্তা না দেয়ায় তারা জমিটির দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিসিএসদের প্রতিষ্ঠান পার্ক ১৭ কর্তৃপক্ষ ।

কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টারঃ

তীব্র কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীতে চলাচলরত ফেরির দিক নির্দেশিকা বাতির (মার্কিং বাতি) আলো অস্পষ্ট হয়ে আসছিল।

এদিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার পর মাঝ পদ্মা নদীতে রো রো ফেরি মতিউর রহমান যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় থাকে। শনিবার (৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরি সকাল ৮টার দিকে তীরে এসে নোঙর করে এবং যাত্রী ও যানবাহন আনলোড করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।

 

সবা:স:জু- ৬২৫/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম