তারিখ লোড হচ্ছে...

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার:

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।

এ ছাড়া, নিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ওসি আরও বলেন, অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

কক্সবাজার সংবাদদাতা:

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি গোয়াঁখালী মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদে এশার নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে পেকুয়া বাজারে যাচ্ছিলেন তিনি। পথে গোঁয়াখালী-সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তার মোড়ে বিপরীতগামী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খতিব জাহাঙ্গীর আলম মৃত্যুকালে এক ছেলে ও চার কন্যাসন্তান রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

language Change
সংবাদ শিরোনাম