তারিখ লোড হচ্ছে...

ঈদ-উল-ফিতর উপলক্ষে বস্তির শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ

বস্তির শিশুদের মাঝে ২২ মার্চ ২০২৫ শনিবার সকালে পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শি’শুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন জামা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, সমাজের ধনী-গরীব সবার মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ তা অন্যকোন কাজে পাওয়া সম্ভব নয়। পথের দিশা ভাসমান স্কুল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। তিনি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।

উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেলস্টেশন ব’স্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদ-উল-ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা সাংবাদদাতা:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী সুমন মেজরকে (অব.) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ চারটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তার অবস্থান ঢাকায় থাকার খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ গুলশানে অভিযান চালায় এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত তিনটি হত্যাকাণ্ডসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রোববার দিবাগত রাতে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরের মধ্যে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।

গ্রেপ্তারের পর সোমবার ভোরেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয় এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম