তারিখ লোড হচ্ছে...

মার্গা নেট ওয়ান’র বিরুদ্ধে প্রবাসী ব্যবসায়ির সাথে প্রতারনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
মার্গা নেট ওয়ান লিমিটেড এর পরিচালক মো: মনোয়ার হোসেন খালিদ বিরুদ্ধে একজন লন্ডন প্রবাসি ব্যবসায়ির সাথে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারিত প্রবাসি ব্যবসায়ি মিসবাহ উদ্দিন চৌধুরী এবিষয়ে প্রতিকার চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)এর কমিশনার বরাবর আবেদন করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে।

আবেদনে বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ উদ্দিন চৌধুরী বলেন,আমি লন্ডনে সুনামের সাথে ব্যবসার পাশাপাশি কমিউনিটির নানা সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত আছি। সম্প্রতি পারিবারিক কাজে বাংলাদেশে সফরে আসলে পথিমধ্যে পরিচয় হয় ব্যবসায়ি মো: মনোয়ার হোসেন খালিদ(পরিচালক-মার্গা নেট ওয়ান লিমিটেড) এর সাথে ।
পরিচয়ের সুবাদে তিনি আমাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ অংশিদার হওয়ার প্রস্তাব করে। এবং বিনিয়োগ থেকে লাভের অর্ধেক আমাকে দেয়ার প্রস্তাব করে। লিখিত চুক্তি সম্পাদনের পূর্বেই আমি সরল বিশ্বাসে কয়েক দফায় তাকে ২৫ লাখ টাকা প্রদান করি। চুক্তিনামার একটি খসড়া আমাকে হোয়াটএ্যাপে প্রেরণ করে।
আবেদনে তিনি আরো বলেন,অত:পর তিনি আমার কাছে আরো টাকা দাবি করেন। কিন্ত চুক্তিনামায় স্বাক্ষর ও ব্যবসার অগ্রগতির ফলাফল না পাওয়া পর্যন্ত আমি আরো টাকা দিতে অপারগতা প্রকাশ করি এবং আমার দেয়া টাকা ফেরত দিতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন-” টাকা ফেরত দেবেন না।বারাবারি করলে আপনার পরিণতি ভাল হবে না।” এমন হুমকি দেয়ার পর মনোয়ার হোসেন খালিদ আমার মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছে। যে কারনে প্রবাস থেকে আমি তার সাথে কোন রকম যোগাযোগ করতে সক্ষম হচ্ছিনা।
বিনিয়োগকৃত টাকা আদায় ও মনোয়ার হোসেন খালিদ এর প্রতারনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে; প্রবাসিদের দেশে বিনিয়োগে উদ্বুদ্ধকরণে সহায়তা করতে দাবি জানিয়েছেন মিসবাহ উদ্দিন চৌধুরী ।

এবিষয়ে বক্তব্য নেয়ার জন্যে মার্গা নেট ওয়ান লিমিটেড এর পরিচালক মো: মনোয়ার হোসেন খালিদ এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয়ের মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বলেন, গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করতে ওঠেন তারা। সোমবার সকাল ৯ টায় রুম পরিষ্কারের জন্য ওই রুমে গেলে দরজা ভিতর থেকে চাপানো পাওয়া যায়। এরপর মালিকপক্ষকে বিষয়টা অবগত করলে বেলা সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ দেখতে পাই এবং পুলিশকে জানানো হয়।

তবে দম্পতি পরিচয়ে আসা দুজনের নাম পরিচয় জানাতে পারেনি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্ট্রারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত গ্রাম উল্লেখ করে নাম এন্ট্রি করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সবা:স:জু-১৯৭/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম