তারিখ লোড হচ্ছে...

পুলিশের ৫ সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাদের বরখাস্তের আদেশ জারি করেন।

বরখাস্ত হওয়া পাঁচ সদস্য হলেন গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী। এছাড়া, তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসচালক মেহেদী হাসানকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, অভিযুক্তরা কোনো অনুমতি ছাড়াই বগুড়ায় গিয়েছিলেন এবং সেখানে আটক হন। তিনি বলেন, ‘তারা কোনো অভিযানে যায়নি বা কাউকে জানিয়েও যায়নি। নিজেদের ইচ্ছায় গিয়েছে এবং সেখানে আটক হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নগর ডিবি পুলিশের পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, ‘ওই পাঁচ পুলিশ সদস্য আরএমপির ডিবিতে কর্মরত। গতরাতে আমি রাত সাড়ে ৩টা পর্যন্ত অফিসে ছিলাম, কিন্তু তারা আমাকে কিছু না জানিয়েই বগুড়া গেছে। কেন গিয়েছে, তা তারাই ভালো বলতে পারবে।’

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে পাঁচজন পুলিশ সদস্য ও তাদের মাইক্রোবাসচালককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি জব্দ করা হয়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা জানান, অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য গতকাল ধুনট উপজেলায় গিয়ে জুয়া খেলার অভিযোগে দীঘরকান্দি গ্রামের রাব্বী ও জাহাঙ্গীর নামে দুই ব্যক্তিকে আটক করেন। এরপর শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় গাড়ি থামিয়ে তাদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দর-কষাকষির পর নগদ ২ লাখ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ লাখ ৩০ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

পরে বগুড়া জেলা পুলিশ বিষয়টি জানতে পেরে শেরপুর ও শাজাহানপুর থানার সহযোগিতায় মাইক্রোবাসটি আটক করার চেষ্টা করে। একপর্যায়ে হাইওয়ে পুলিশের সহায়তায় শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় গাড়িটি আটক করা হয়। আরএমপির গোয়েন্দা শাখায় কর্মরত আবদুল ওয়াহাব নামে এক পুলিশ সদস্য ছুটি নিয়ে দুই দিন আগে বগুড়ার ধুনটে নিজ গ্রামে যান। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই পাঁচজন সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

 

আলহাজ্ব আবু তাহের তালুকদার আহ্বায়ক, ইমরান সদস্য সচিব

আলহাজ্ব আবু তাহের তালুকদার আহ্বায়ক, ইমরান সদস্য সচিব

মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত অনুমোদিত ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে জনাব আলহাজ্ব আবু তাহের তালুকদার-কে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে এ এস এম শহিদুল্লাহ ইমরান-কে উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব বাবুল আলম তালুকদার। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন হাবিবুর রহমান ফকির, আলহাজ্ব আহমদ আলী সরকার, ফকির ছায়েদ আল মামুন শহীদ, মোঃ সেলিম উদ্দিন ও মোঃ রুহুল আমিন ফকির প্রমুখ।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণার ফলে পূর্বধলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। এ কমিটির নেতৃবৃন্দ তৃণমূল থেকে দলকে শক্তিশালী করার কাজে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, নবগঠিত কমিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংগঠনের কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম