তারিখ লোড হচ্ছে...

চিলমারী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

জামিউল ইসলাম জনি:

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় সাংবাদিকদের সক্রিয় সংগঠন চিলমারী সাংবাদিক ফোরাম। সত্য উদঘাটনে ঐক্যবদ্ধ স্লোগানকে ধারন করে গত ২০১২ সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার ফোরামে কাযার্লয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিতে সাওরাত হোসেন সোহেল (দৈনিক দাবানল ও মানবজমিন) সভাপতি ও জাহাঙ্গীর আলম সাদ্দাম ( দৈনিক স্বদেশ প্রতিদিন) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি চিলমারী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা কবি কথাসাহিত্যিক গীতিকার ও সিনিয়র সাংবাদিক উমর ফারুক অনুমোদন করেছেন।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন এইচ এম মেহেদী (উত্তরের আলো) সহ-সভাপতি, মাহমুদুল হাসান (দৈনিক বাংলা বাজার ) সহ-সভাপতি, এস এম রাফি (দৈনিক কালবেলা) যুগ্ম সাধারণ সম্পাদক, ফয়সাল হক রকি (দৈনিক ইনকিলাব) সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম বীর ( সাপ্তাহিক জনপ্রাণ) অর্থ সম্পাদক, আতাউর রহমান (সকালের কাগজ ) দপ্তর সম্পাদক, হিজবুল ইসলাম (দৈনিক গণজাগরণ) প্রচার সম্পাদক, তাহমিনা আক্তার তিশা (বাংলা খবর) মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ বিপ্লব মিয়া (উত্তরের আলো) ক্রীড়া সম্পাদক, মোঃ জামিউল ইসলাম জনি (দৈনিক সবুজ বাংলাদেশ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মমিনুল ইসলাম বাবু (দৈনিক আজকের পত্রিকা) কার্যনির্বাহী সদস্য, মেহেদী হাসান শান্ত (সাপ্তাহিক সহযোগী) কার্যনির্বাহী সদস্য, ইসরাত জাহান এনি (সাপ্তাহিক জনপ্রাণ) কার্যনির্বাহী সদস্য, মো. ইউসূফ আলী (সাপ্তাহিক সহযোগী) সদস্য, রাব্বি সরকার রাসেল (জনমত২৪.কম) সদস্য, রবিউল ইসলাম (আপনদেশ২৪.কম) সদস্য, আশরাফুল ইসলাম (সাপ্তাহিক জনপ্রাণ) সদস্য, মিনহাজুল ইসলাম সীমান্ত (উত্তর বঙ্গ) সদস্য, জায়েদ ইসলাম নয়ন (দৈনিক পর্যবেক্ষন) সদস্য।

রংপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ

স্মৃতিচারণা, ক্রেষ্ট এবং উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে রংপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই-কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বিদায় সংবর্ধনার আয়োজন করেন সদর ও মহানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। রংপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আফতাবুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, মাত্র ৬ মাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অল্প সময়ে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা সমাধানে বিদায়ী শিক্ষা অফিসার মো. আব্দুল হাইয়ের অবদানের কথা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

অবসরজনিত বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতায় সদর উপজেলার শিক্ষাঙ্গণকে ভালো রাখার চেষ্টা করেছি। স্বচ্ছতা এবং জবাবদিহীতার মধ্যে শিক্ষাঙ্গণের পরিবেশকে আলোকিত করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও আমার সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও তাঁর বন্ধুরা বক্তব্য রাখেন। শেষে অবসরজনিত বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাইকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম