তারিখ লোড হচ্ছে...

ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

ডেমরা মাতুয়াইল নিউ টাউন এলাকায় অবস্থিত ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিকুর রহমান আজহারী বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ।
আরো উপস্থিত ছিলেন মো.নেসার উদ্দীন আহমেদ আহ্বায়ক, ও মো মোতাছিম বিল্লাহ যুগ্মআহ্বয়ক মাতুয়াইল নিউ টাউন,শায়েক ক্বারি মাওলানা ইলিয়াস লাহুরি হাফি: চেয়ারম্যান হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ। মো: রিয়াজ হোসেন পরিচালক রয়েল ইকো ল্যন্ড লি:। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলা মহিউদ্দিন জামিল চেয়ারম্যান ফেইথ পয়েন্ট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার।মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইস প্রিন্সিপাল দারুণ নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃদ্ধ হসপিটালটি পরিদর্শন করেন।এব হসপিটালের আধুনিক অপারেশন থিয়েটার ও আধুনিক চিকিৎসার ব্যবস্থা কর্মচারীদের আন্তরিকতায় মুগ্ধ হন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন জামিল তার বক্তব্যে বলেন আমি এই প্রতিষ্ঠানটি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠা করি নাই। আধুনিক চিকিৎসা দিয়ে মানুষের সেবা করাই আমার প্রথম উদ্দেশ্য।এখানে অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ অল্প খরচে চিকিৎসা নেয়ার ব্যবস্থা রয়েছে।তাছাড়া ২৪/৭ এখানে যেকোন ব্যক্তি চিকিৎসা সেবা নিতে পারবেন।

ওমরাহ করলেন ১ কোটি ১৭ লাখ মুসলিম

ডেস্ক রিপোর্ট:

এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। হিজরি বর্ষের রবিউস সানি মাসে এই সংখক মুসলিম ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা, যা সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধার ফল হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নের (১৫ লাখের) বেশি মুসল্লি এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে।মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে এখন ওমরাহ যাত্রা আগের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক হয়েছে। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন, ফলে শান্তিদায়ক পরিবেশে সহজেই ইবাদত করতে পারছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম