তারিখ লোড হচ্ছে...

আগের মতোই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চলছে: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার:

৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলছে বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার ( ২৭ মার্চ ) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্স মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ মন্তব্য করেন।

আসিফ বলেছেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতার কথা বলছি। কিন্তু আগের মতো এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল, আমাকে ৫০ টাকা ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা আদায় করে, তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার। তারা মনে করে অতীতে এভাবে চলে আসছে, এখন কেন চলবে না?’

চাঁদাবাজদের হুঁশিয়ারি করে আসিফ মাহমুদ বলেন, ‘যারা মনে করে চাঁদা নেওয়া আমার অধিকার, আমি তাদের একটি বার্তা দিতে চাই—জুলাই গণ–অভ্যুত্থানের পর এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদেরা যে জন্য রক্ত দিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করছে। পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসসহ যে বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে, তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে—সেই বিষয়গুলো শক্ত হাতে দমন করা হবে।

চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতির চার মাস পর ডাকাত গ্রেপ্তার

চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতির চার মাস পর ডাকাত গ্রেপ্তার

গাজীপুর সাংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পত্তির বাড়িতে ডাকাতির চার মাস পর আলমগীর হোসেন (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৫ অক্টোবর) র‌্যাব-০১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আলমগীর হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল ভাটিপাড়া গ্রামের মমতাজ উদ্দিন বেপারী মোন্তার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে। ভুক্তভোগী চিকিৎসক দম্পত্তি মোর্শেদুল হক শরীফ এবং মৌসুমী আক্তার লিজা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা পারভেজ রানা জানান, ডাকাত আলমগীর হোসেন এবং অজ্ঞাত ৮/১০ সহযোগী আসামি চিকিৎসক দম্পত্তির বসতঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে দম্পত্তিকে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে এবং হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা ওয়াল কেবিনেটের ড্রয়ারের চাবি নিয়ে ড্রয়ারে থাকা নগদ দুই লাখ টাকা, ৬টি স্বর্ণের চেইন, ৫ জোড়া স্বর্ণের কানের দুল, একটি জোড়া স্বর্ণের হাতের বালা, একটি বেসলেট, একটি লকেট, একটি আংটি, একটি হাতঘড়ি ও দুইটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় চিকিৎসক মোর্শেদুল হক শরীফ শ্রীপুর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। র‌্যাব-০১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আলমগীর হোসেন শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় আত্মগোপনে আছে। ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব ডাকাত আলমগীর হোসেনকে থানায় হস্তান্তর করে। রোববার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২১ জুন রাত ৩টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের চিকিৎসক দম্পত্তির বসতঘরে ৮/১০ জনের এক দল ডাকাত প্রবেশ করে এবং অস্ত্রের মুখে দম্পত্তিকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করেছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম