তারিখ লোড হচ্ছে...

আগষ্টিনের ইফতার পার্টির নামে মুসলিম সমবায়িদের সাথে তামাশা!

নিজস্ব প্রতিবেদক:
খ্রিষ্টান আগষ্টিন পিউরিফিকেশন চেইন মদ্যপ। মদের বোতল সব সময় সাথে থাকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতীয় পর্যায়ের সমবায় সমিতি দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) অবৈধ ভাবে দখল নেয়ার পর সমবায়িদের আপত্তি উপেক্ষা করে কালব রিসোর্টে চালু করেছেন মদের বার। অথচ মদ্যপ ও মদের কারবারি খ্রিষ্টান আগষ্টিন পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজনের নামে কালব এর মুসলিম সদস্য ও স্টাফদের সাথে প্রহসন শুরু করেছেন।
কালব সূত্রে জানা গেছে, দখলদার আগষ্টিন পিউরিফিকেশন সমবায়িদের কাছে ” মদ-মাতাল, চরিত্রহীন, ওয়াগন ভাঙ্গা সমবায়ী” হিসেবে অভিহিত। অথচ তিনি রমজান মাসে মতবিনিময় ও ইফতার পার্টি আয়োজনের নামে কালব এর মুসলিম সদস্য ও স্টাফদের ধর্ম কর্মে বিঘ্ন সৃষ্টি করছেন। অন্যদিকে সমবায়িদের কষ্টার্জিত অর্থ অপচয় করছেন। আগষ্টিনের সাথে সারথী হয়েছেন আরেক মদ্যপ জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা ও উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন এর অন্যতম ডোনার ও কালব এর ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস।
নাম প্রকাশে অনিচ্ছুক কালব এর একজন মুসলিম ডেলিগেট বলেন, আমরা রোজা রাখি ও তারাবির নামাজ পড়ি। অথচ খ্রিষ্টান আগষ্টিন ও প্যাট্রিক পালমা ও ইসকন সদস্য নরেশ চন্দ্র বিশ্বাস বিনা প্রয়োজনে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইফতার পার্টি আয়োজন করে আমাদের নামাজ রোজায় বিঘ্ন সৃষ্টি করছেন। অনুষ্ঠানে যোগদানের কারনে তারাবির নামাজ আদায় করা সম্ভব হয়নি। প্রতিবাদ করেন না কেন, জানতে চাইলে এই ডেলিগেট বলেন, মাফিয়া আগষ্টিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে, ষড়যন্ত্র করে আমাদের ডেলিগেটশীপ বাতিল বা সমিতির ঋণ বন্ধ করে দিবে। আবার স্টাফরা প্রতিবাদ করলে তাদের চাকরিচ্যুত করবে। এই ভয়ে অনিচ্ছা সত্ত্বেও সদস্য ও স্টাফদের তামাশার ইফতার পার্টিতে যোগ দিতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি কালব রিসোর্টে খ্রিষ্টান আগষ্টিন, প্যাট্রিক পালমা,রোমেল ক্রুজ ও ইসকন নেতা নরেশ চন্দ্র বিশ্বাস কালব এর স্টাফ ও সদস্যদের সাথে মতবিনিময় ও ইফতার পার্টি আয়োজন করে। তামাশার ইফতার পার্টিতে মদ পরিবেশন করার অভিযোগ পাওয়া গেছে। এতে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এবং মুসলিম সদস্যদের নামাজ আদায়ের ব্যবস্থা না করার অভিযোগ উঠেছে।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহোচর এবং বর্তমানে কতিপয় বিএনপির নেতার আশ্রয়ে থাকা দখলদার মাফিয়া আগষ্টিনের ধর্ম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

২৮ হাজার ৫৯৫ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ থেকে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৭০টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ হাজার ৩১ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, ৭০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩১টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, খলিলুর রহমান (৭০) ও ফরিদুজ্জামান (৫৭)।
গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম