তারিখ লোড হচ্ছে...

জমি নিয়ে সংঘর্ষ, তিন চাচাতো ভাইবোন নিহত

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রবিবার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় হামলা-পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয়পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

খাগড়াছড়িতে রাস্তার পাশে ঝুলে থাকা তারে ২ জনের মৃত্যু

খাগড়াছড়িতে রাস্তার পাশে ঝুলে থাকা তারে ২ জনের মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা:

খাগড়াছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা সদরের বড় পাড়া এলাকার বাসিন্দা পঙ্কজ ত্রিপুরা (৫০) ও একই এলাকার উপেন ত্রিপুরা (৩০)। এ ঘটনায় নিহত পঙ্কজ ত্রিপুরার মেয়ে চন্দ্র রানী ত্রিপুরা (২৪) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিকালে বড়পাড়া এলাকার রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের সার্ভিস তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় পঙ্কজ ত্রিপুরা ও চন্দ্র রানী ত্রিপুরাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পঙ্কজ ত্রিপিরাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত চন্দ্ররাণী ত্রিপুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
স্থানীয়রা জানায়, বিকেলে রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। পরে পঙ্কজ ত্রিপুরাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম