তারিখ লোড হচ্ছে...

সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঝাউতলা এলাকার মুন হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে।

এদিন রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার লাকসাম পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন বরকত উল্লাহ বুলু। এরপর দ্রুত তাকে কুমিল্লা নগরীর ওই বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

এদিকে বিএনপি নেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

ইউসুফ মোল্লা টিপু জানান, ‘হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। ঢাকার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ বর্তমানে বরকত উল্লাহ বুলু সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন।

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরে আলহাজ্ব বরকত খানকে সভাপতি ও মো. কালু শেখকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে মো. ইব্রাহিমকে সভাপতি ও কাজী সেলিম সারোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সমাপনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতার নাম ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। এছাড়া অবিলম্বে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার ব্যাপারেও অঙ্গিকার করেন তিনি।

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান সাংবাদিকদের জানান, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রোধসহ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব বাছাই করা হয়েছে। সাংগঠনিক ভাবে দক্ষ এ নেতৃবৃন্দ ঢাকা মহানগরে জাতীয় শ্রমিকলীগকে আরো গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

language Change
সংবাদ শিরোনাম