তারিখ লোড হচ্ছে...

শাহবাগে চাকরিপ্রার্থীদের অবরোধ কর্মসূচি, পুলিশের লাঠিপেটা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করলে চাকরিপ্রার্থীদের লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, আজ বিকাল ৪টার দিকে ‌‌‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে শাহবাগ মোড়ে আমরা চাকরিপ্রত্যাশীরা আন্দোলন শুরু করি। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে চলতে থাকে। হঠাৎ পুলিশ আমাদের উপর হামলা চালায়।

তিনি আরও বলেন, পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে থানায় নিয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করে ৮ জনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

এদিকে পুলিশ বলছে, শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে চারপাশের রাস্তায় যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও সেখানে অবস্থান নেয়। পরে বিকাল ৫টার পর তারা সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। পুলিশ তাদের বিক্ষোভ মিছিল প্রত্যাহারের অনুরোধ করে। কিন্তু তারা না মানলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারী সড়ক অবরোধ করে দেয়। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মিরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

রাহিমা আক্তার মুক্তা:

বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাজধানী মিরপুরের পাইকপাড়া এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব এর সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব বলেন-বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালনের মাধ্যমে আমরা কর্মীরা উজ্জীবিত হবে। বিগত কয়েক বছর আমরা রাজনৈতিক নানা জটিলতায় এই দিনটি পালন করতে পারতাম না। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর সুন্দরভাবে দিনটি পালন করছি।আমি আশা করছি খুব শিগগিরই বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়াও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
এসময় সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে উপস্থিত লোকদের মাঝে মিষ্টি বিতরণ করেন মোহাম্মদ আইয়ুব।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা