তারিখ লোড হচ্ছে...

বৃষ্টি-গরম নিয়ে নতুন বার্তা

স্টাফ রিপোর্টার:

বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপ নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আজ (মঙ্গলবার) সকাল ৬ টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পরবর্তী ১২ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়অ তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া বৃহসস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পুলিশদের জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে

স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেছেন, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবসময় সচেষ্ট থাকতে হবে। সকল পুলিশ সদস্যদের জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করে পুলিশের গৌরব বৃদ্ধি করতে হবে। অফিসার-ফোর্সকে
শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম আজ সকালে শেরপুর জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড পরিদর্শনশেষে পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

আজ ২৪ নভেম্বর শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এসময় তিনি প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম।

সবা:স:সু-১৭৯/২৪
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম