তারিখ লোড হচ্ছে...

চট্টগ্রাম বন সংরক্ষকের সরকারি বাসভবনে গভীর রাতে রহস্যময়ী নারীর অবস্থান নিয়ে তোলগড়

চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের নন্দকানন বন পাহাড়স্থ সরকারি বাসভবনে একজন রহস্যময়ী নারীর গভীর রাতে আনাগোনার বিষয়টি সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। পাশাপাশি বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের ছাত্র জীবন থেকে নারীলিপ্সুতার বিভিন্ন অভিযোগ সরেজমিন অনুসন্ধান কালে এ প্রতিবেদকের গোচরীভূত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চট্টগ্রাম বন সংরক্ষকের সরকারি বাসভবনে কর্মরত বনকর্মী জানান গত ৫ আগস্ট এর পর থেকে সপ্তাহে প্রায় ২/৩ দিন মধ্যবয়সী একজন সুন্দরী মহিলা রাত ১০ টার পর এই বাংলোতে আসেন এবং ভোর ৫টার দিকে তিনি লাল রঙ্গের একটি প্রাইভেট কার নিয়ে বেরিয়ে যান। গভীর রাতের এই ৬/৭ ঘন্টা সময় ঐ রহস্যময়ী নারী বন সংরক্ষকের বাংলাতে অবস্থান করেন। বাংলাতে বন সংরক্ষক রেজাউল করিম একাই অবস্থান করেন। তার পরিবার ঢাকাতেই বসবাস করেন। প্রত্যক্ষদর্শী ঐ বন কর্মী জানান তাকে সিএফ রেজাউল করিম বলেছেন রাতে আগত ঐ মহিলা নাকি নারী সমন্বয়কারী। তাকে চট্টগ্রাম অঞ্চলের বনবিভাগের সার্বিক খবরাখবর উপরের নির্দেশে দিতে হয়। এ বিষয়টি সমগ্র চট্টগ্রাম বন সার্কেলে কর্মরতদের এখন মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে। সবাই রহস্যময়ী এই নারীকে মোল্লা রেজাউল করিমের গার্লফ্রেন্ড হিসেবে আখ্যায়িত করেছেন। গভীর রাতে বাংলোতে ৬-৭ ঘন্টা অবস্থানকালে সেখানে অবৈধ যৌন সম্পর্ক ছাড়া আর কিছু হতে পারে না বলেও অনেকের অভিমত।
প্রাপ্ত তথ্য মতে এই বন সংরক্ষকের বিরুদ্ধে আরো কিছু নারি কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। তিনি ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বোটানিতে থিসিস করার সময় সৈয়দা আশরাফুন্নেসা নামী ইংরেজি বিভাগে অধ্যয়নরত এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের প্রলোভনে তার সাথে দৈহিক মেলামেশা করে তাকে প্রেগন্যান্ট ও পরবর্তীতে এ্যবায়শন করান তিনি। পরবর্তীতে এক পর্যায়ে আশরাফন্নেসার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। প্রতারিত এই বিশ্ববিদ্যালয় ছাত্রী তাকে খুঁজতে কয়েক দফা তার গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা থানাধীন বাগমারা গ্রামে গিয়ে তার অভিভাবকদের জানালেও কোন ফল হয়নি। উপরোন্ত মোল্লা রেজাউল তাকে মেরে ফেলার হুমকি দেয়ায় সে আর বেশি দূর এগোতে পারেনি। প্রতারিত আশরাফুন্নেসা বর্তমানে রাজধানী ঢাকার একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। তিনি এ পর্যন্ত কাউকে বিয়েও করেননি। এ প্রতিবেদকের সাথে আলাপকালে সৈয়দা আশরাফুন্নেসা জানান মোল্লা একটা নারীলিপ্সু ও প্রতারক শুধু আমার সাথে নয় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে চাকরি করা কালীন ঐ অফিসের সুন্দরী করনিককেও ব্ল্যাকমেইল করে গর্ভপাত ঘটিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারের অসংখ্য অভিযোগ রয়েছে। ছাত্রজীবন থেকে প্রতিটি কর্মস্থলেই তার বিরুদ্ধে এহেন নারী কেলেঙ্কারীর অভিযোগ পাওয়া যাবে। এ সকল বিষয়ে মোল্লার স্ত্রী ফাতেমা খাতুন পলি ও জানেন। জানলেও তার করার কিছু নেই। কারণ বান্না ও তানহা নামের ২টি ছেলের মা তিনি। স্বামীর বিরুদ্ধে কোন কথা বললেই শুরু হয় দৈহিক নির্যাতন। প্রতারিত আশরাফুন্নেসা চট্টগ্রাম বাংলোতে নিশিরাতে গাড়ি নিয়ে সুন্দরী মহিলার আনাগোনার বিষয়টি ও জানেন। এ প্রসঙ্গে তিনি বলেন লম্পট কোনদিনও ভালো হয় না। আল্লাহ পাক তার বিচার করবেন।

মেঘনায় আ’লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.আনোয়ার হোসেন,মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা মেঘনা উপজেলায় হোমনা-মেঘনা (কুমিল্লা-২) আসনের আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট, ২০২৩) বিকেল ৫ ঘটিকার সময় ভাওরখোলা ইউনিয়ন পরিষদ বালুর মাঠ প্রাঙ্গনে মেঘনা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম এর সভাপতিত্বে এ সভা’টি সূচনা করা হয়।
মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি’র আসন গ্রহণ করেন, সংরক্ষিত আসনের সেলিনা ইসলাম (সিআইপি) এমপি।
উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
অপরাপর ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন সরকার, যুবলীগের আহ্বায়ক আব্দুল আল বাকী শামীম, হোমনা-মেঘনা আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ, উভয় থানার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার প্রমুখ।
এ সময় নেতারা বক্তব্য রেখে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাবেন  তৃনমুল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে। সেজন্য মাননীয় প্রাধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা’র প্রতি অনুরোধ করে বলেন, হোমনা-মেঘনা আসন থেকে যেন একজন কর্মীবান্ধব নেতাকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম