তারিখ লোড হচ্ছে...

মনোহরদীতে পঞ্চাশকুড় দাখিল মাদরাসার সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে সুপার লাঞ্চিত

নিজস্ব প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলার পঞ্চাশকুড় দাখিল মাদরাসার সভাপতি পদ নিয়ে গত রবিবার মাদ্রাসা চলাকালীন সময়ে মিটিং থাকায় নির্দিষ্ট সময়ে কিছুসংখ্যক সভাপতি প্রার্থী অনুপস্থিত থেকে স্থানীয় কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে উক্ত মাদ্রাসার সুপারের উপর মাদ্রাসার চলমান দ্বন্দ্বের জেরে মাদরাসার সুপার মো. হাদিউল ইসলামকে শারীরিকভাবে আঘাত করে কঠোর বাসায় লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ১। সরদার আছমত আলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন মুরাদ
২। মনোহরদী সরকারি কলেজের শিক্ষক খলিলুর রহমান এবং ৩। মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. লুতফুর রহমান।
তাদের সাথে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন সদস্যদেরকে নিয়ে উক্ত মাদ্রাসার সুপারের ওপর বেধড়ক মারধর করে এবং রুমে আটক রাখে।

ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার ইউএনও কার্যালয়ে। জানা গেছে, সভাপতি নিয়োগ সংক্রান্ত একটি বিষয়ে সুপার ইউএনও অফিসে গেলে সেখানে ওই তিনজন সাথে আরো ১০-১২ জন অজ্ঞাতনামা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে শারীরিকভাবে বেধড়কভাবে আঘাত করে অকথ্য ভাষায় লাঞ্ছিত করে।

এ বিষয়ে ইউএনও এম এ মুহাইমিন আল জিহান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এইজন্য ৫০ কোর গ্রামের সর্বস্তরের মানুষ তথা অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রী মিলে মানববন্ধন ও উপরোক্ত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই ঘটনার পর উপরোক্ত আসামীরা বারবার সুপার মহোদয়কে বিভিন্নভাবে ফোন করে হুমকি এবং প্রাণনাশের হুমকি এবং বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে বিভিন্ন কথা বলে হয়রানি করতেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাই মহামান্য সুপার মহোদয় ভয়ে । প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়ে মাদ্রাসায় চলমান রাখবে সেই ভয়ে আছেন। অত্র এলাকাবাসীদের কে নিয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করিয়েছেন।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোন সন্ত্রাসী গ্রেফতার কেন হল না এই মর্মে মাননীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর প্রশ্ন।

জবি ছাত্রদলের কমিটিকে লাল কার্ড প্রদর্শন, পদবঞ্চিতদের বিক্ষোভ

উম্মে রাহনুমা , জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের বর্তমান কমিটিকে বিলুপ্তির দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ আজ দশম দিনে গড়িয়েছে। তারা অভিযোগ করেছেন, বর্তমান কমিটি টাকার বিনিময়ে ছাত্রলীগ, শিবির, নেশাখোর ও ছিনতাইকারীদের অন্তর্ভুক্ত করে গঠিত হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে পদবঞ্চিত নেতাকর্মীরা বর্তমান কমিটিকে লাল কার্ড প্রদর্শন করেন। তারা দাবি করেন, ছাত্রলীগ থেকে আগত নেতৃবৃন্দ দিয়ে গঠিত এই কমিটি জবি ছাত্রদলের আসল নিবেদিত কর্মীদের প্রতিনিধিত্ব করে না।

পদবঞ্চিত নেতারা বলেন, “দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বিলুপ্ত করে, ছাত্রদলের অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের মধ্য থেকে নতুন কমিটি গঠন করতে হবে। এ কমিটি আমাদের কোনোভাবেই মান্য নয়।”

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, পিয়ার আলী আল্লাহ হীরা, মিয়া রাসেল, মোহাম্মদ নাজমুল আলম, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সহ-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, ১ নম্বর সহ-সংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলম, সাহিত্য প্রকাশনা সম্পাদক আব্দুস বয়মান শুক্কুর, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ হোসেন, সম্পাদক মেহেদী হাসান আখনসহ শতাধিক নেতাকর্মী।

তারা জানিয়েছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে যতদিন না পর্যন্ত তাদের দাবির প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন জানায় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

 

সবা:স:জু- ৬৩৬/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির বিরুদ্ধে শেরপুরে কাঁচা সড়কে ভোগান্তিতে সাধারণ মানুষ আমতলীতে ফাজিল পরীক্ষায় ৯ জন বহিস্কার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পুলিশ কর্তৃক পলাতক মাদক কারবারি গ্রেপ্তার