তারিখ লোড হচ্ছে...

টেস্ট একাদশে নেই তানজিম সাকিব, মাহিদুলও বাদ

স্পোর্টস ডেস্ক:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ রোববার সকাল ১০টায়।

এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল পেসার তানজিম হাসান সাকিবকে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে ডানহাতি পেসারের বাংলাদেশ দলের জার্সিতে টেস্ট খেলার স্বপ্ন পূরণে অপেক্ষা বাড়লো। আজ রোববার একাদশে রাখা হয়নি তানজিমকে।

একাদশ ঘোষণার আগ পর্যন্ত আরেকটি আলোচনা ছিল উইকেটকিপিং নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে জাকের আলী অনিক নাকি মাহিদুল ইসলাম অংকন- কে থাকবেন উইকেটরক্ষক; তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের নিরসন হয়েছে মাহিদুলকে বাদ দিয়ে।

দলে রয়েছেন তিন পেসার- হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ আহমেদ।

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ:

বেন কারেন, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, বিলেসিং মুজারাবানি, ভিক্টর নুয়াসি।

আমির জাঙ্গু এবার সুযোগ পেলেন টেস্ট দলে

খেলা ডেস্ক: 

প্রথমবারের টেস্ট দলে ডাক পেলেন আমির জাঙ্গু। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে ডাক পেয়েছেন এই উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটার।

সবশেষ বাংলাদেশের বিপক্ষে দারুণ সময় কেটেছে তার। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৩২১ রান করে বাংলাদেশ। সেই রান টপকাতে জাঙ্গুর ব্যাটে আসে সেঞ্চুরি, ম্যাচটি জিতেও যায় ক্যারিবিয়ানরা।

প্রথম শ্রেণির ক্রিকেটে জাঙ্গু উজ্জ্বল। তিনি ৪৯ টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ফরম্যাটে সবশেষ ৫ ইনিংসের মধ্যে ৩ ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন। এছাড়াও একটি শতরানের ইনিংসও আছে।

সাদা পোশাকে চারদিনের ম্যাচে ৬৩ এর বেশি গড় নিয়ে ৫০০ রান করেছেন। যেখানে ২ সেঞ্চুরি ও ১ টি হাফ সেঞ্চুরি ছিল। পাঁচ ম্যাচ শেষ করে ত্রিনিদাদ ও এন্ড টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জাঙ্গু।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন গুদাকেশ মোতি। পাকিস্তান সিরিজে ডাক পেয়েছেন মোতি। শামার জোসেফ চোটের কারণে দলে নেই, আলজারি জোসেফ ব্যক্তিগত কারণে এই সিরিজ খেলছেন না।

আগামী ১৬ থেকে ২০ তারিখ করাচিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর মুলতানে জানুয়ারির ২৪ থেকে ২৮ তারিখ হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

সবা:স:জু- ৫১১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম