ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক

অবশেষে ভারতকে হারানোর স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে সাবিনা-কৃষ্ণা-স্বপ্নারা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।

পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের রক্ষণভাগের কঠিন পরীক্ষায় নিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের সপ্তম মিনিটেই ভারতের জালে বল জড়ায় বাংলাদেশ। কিন্তু ফাউলের কারণে গোলটি বাতিল হয়।

তবে খানিক বাদে ম্যাচের ১১তম মিনিটে ভারতের জালে বল জড়ান সিরাজ জাহান স্বপ্না। সাবিনা খাতুনের লম্বা পাস ধরে কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দেন স্বপ্নাকে। স্বপ্নার বাঁ পায়ের প্লেসিং শটে গোল উল্লাসে মেতে উঠে বাংলাদেশ দল।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। থ্রো ইন থেকে আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের ভেতর বলের নিয়ন্ত্রণ রাখেন কৃষ্ণা। বাঁ প্রান্ত ধরে তার কোনাকুনি শট থামাতে ব্যর্থ হন ভারতীয় গোলরক্ষক। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজ জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে ভারতের উপর আরও চড়াও হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৫৩তম মিনিটে ভারতের জালে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন স্বপ্না। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রসঙ্গত, আগামী ১৬ সেপ্টেম্বর সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ভারত লড়বে স্বাগতিক নেপালের বিপক্ষে।

আইসিসির নতুন প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা

স্পোর্টস ডেস্ক:

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় স্ট্রিমিং চ্যানেল জিওস্টারের বর্তমান সিইও সাঞ্জোগ গুপ্তা। সোমবার (৭ জুলাই) তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সাঞ্জোগ নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইসের রেখে যাওয়া পদে। অ্যালারডাইস ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক পদে কাজ করে প্রধান নির্বাহীর পদে বসেন। ৮ মাস ভারপ্রাপ্তর দায়িত্ব পালন করে ২০২১ সালের নভেম্বরে পান পূর্ণকালীন নিয়োগ। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দায়িত্ব থেকে সরে যান তিনি।

সাঞ্জোগকে দায়িত্ব দিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘আমি আইসিসির সিইও হিসেবে সাঞ্জোগ ‍গুপ্তার নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তিনি ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আইসিসির জন্য অমূল্য হবে। বিশ্বব্যাপী খেলাধুলার পাশাপাশি এমঅ্যান্ডই ল্যান্ডস্কেপ সম্পর্কে তার গভীর জ্ঞান, ক্রিকেট ভক্তদের দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি ক্রমাগত কৌতূহল আগামী বছরগুলোতে খেলাটির বিকাশে আমাদের উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।’

জয় শাহ যোগ করেন, ‘আমাদের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী সীমা ছাড়িয়ে যাওয়া, ক্রিকেটকে অলিম্পিকে একটি নিয়মিত খেলা হিসেবে প্রতিষ্ঠা করা, বিশ্বজুড়ে এর বিস্তার বৃদ্ধি করা এবং এর মূল বাজারে শিকড় আরও গভীর করা।’

আইসিসির দায়িত্ব পেয়ে সাঞ্জোগ বলেছেন, ‘এই সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের, বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেট অভূতপূর্ব প্রবৃদ্ধির দিকে। এটা হলো খেলাটির জন্য উত্তেজনাপূর্ণ সময়। বৃহৎ পরিসরের ইভেন্টগুলোর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্যিক সুযোগগুলো প্রশস্ত হচ্ছে এবং নারীদের খেলার জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের