তারিখ লোড হচ্ছে...

কার্যকরী সভায় কদমতলী থানা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আয়েশা আক্তার :

কদমতলী থানা প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ মাহফুজে এর সভাপতিত্বে এমপা’য় অনুষ্ঠিত সভায় সাবেক প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মহিউদ্দীন আহমেদ শাহীন(আহবায়ক) ও ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান(সদস্য সচিব)ঘোষনা করে কদমতলী থানা প্রেসক্লাব এর একটি কার্যকরী সভার আয়োজন করা হয়।
এ্যাডভোকেট মহিউদ্দীন পাঠাগার (এমপা) রায়েরবাগ,কদমতলী, ঢাকাস্থ অফিসে ১৬ই মে ২০২৫ইং সোমবার এ্যাড. মহিউদ্দিীন আহমেদ শাহীন(প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদ)এর উপস্থাপনায় মোঃ কামরুল ইসলাম(প্রতিষ্ঠাতা পাঠাগার সম্পাদক)এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
কদমতলী প্রেস ক্লাব স্থাপিত:২০০৯ রেজি নং ৯৬৬০। সভায় পূর্বের প্রতিষ্ঠাকালীন কমিটির সম্মানিত সাতজন সদস্য উপস্থিত ছিলেন। ভার্চুয়াল উপস্থিতিতে ছিলো আরও পাঁচজন। সাধারণ আলোচনা শুরুতে পূর্বের প্রতিষ্ঠাকালীন ২৭ সদস্যবিশিষ্ট কমিটিতে যারা ইন্তেকাল করেছেন তাদের স্বরণে শোকপ্রস্তাব উত্থাপন,গ্রহণ করে প্রয়াত সদস্যদের সন্মানে এক মিনিট নীরবতা পালন করা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।অনুষ্ঠিত সভায় সবার উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সূচনা বক্তব্য প্রদান করেন সভাপতি আব্দুল আজিজ মাহফুজ।পর্যায়ক্রমে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন, ইন্জিনিয়ার মাহমুূুদুল হাসান,এস এ রায়হান,(প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক),মোঃ কামরুল ইসলাম(প্রতিষ্ঠাতা পাঠাগার বিষয়ক সম্পাদক),মোঃ হানিফ কাজী(প্রতিষ্ঠাতা ক্রীড়া বিষয়ক সম্পাদক),মির্জা হোসেন পোকরাজ,(প্রতিষ্ঠাতা সহ অর্থ বিষয়ক সম্পাদক),মোঃ ফিরোজ আহম্মেদ সুমন(প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য),এবং এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীন (প্রতিষ্ঠাতা আইন বিষয়ক সম্পাদক)।অনুষ্ঠানের শেষে সভাপতি আব্দুল আজিজ মাহফুজের দিকনির্দেশনা মূলক বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে সভায় পূর্বের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠাকালীন কদমতলী প্রেসক্লাবের সদস্যদের অনুমতি ক্রমে স্থানীয় কিছুসংখ্যক সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। পূর্বের প্রথম পর্বের সাধারণ আলোচনার আলোকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এ্যাড.মহিউদ্দীন আহমেদ শাহীন(আহ্বায়ক),এসএ রায়হান ও মোঃ হানিফ কাজি (যুগ্ম আহ্বায়ক),
ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান(সদস্য সচিব),মির্জা হোসেন পোকরাজ(সদস্য),মোঃ কামরুল ইসলাম(সদস্য),মোঃ ফিরোজ আহম্মেদ সুমন(সদস্য),মোঃ মুস্তাফিজুর রহমান(সদস্য),মোঃ ফারুক আহমেদ(সদস্য)আয়েশা আক্তার(সদস্য),রাহাত হোসেন(সদস্য)।সার্বিক আলোচনায় আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়ণ ও নির্বাচন কমিশন গঠন।নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐতিহ্যবাহী কদমতলী প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে সবাই একমত পোষণ করেন।পরিশেষে উপস্থিত সবার সম্মতিক্রমে স্বাক্ষর প্রদান করেলে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেণ।

প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিকরা

স্টাফ রিপোর্টারঃ

একটি কর্মসূচির নিউজ কাভার করার সময় জয় বাংলা স্লোগান দিয়ে বর্বরোচিত হামলায় ২ তরুণ সাংবাদিক আহত হয়েছেন।আজ রোববার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
এ নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

ঘটনার বিবরণে জানা যায়, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের মানবন্ধন হচ্ছি জাতীয় প্রেসক্লাবের সামনে। এ সময়  সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে আকস্মিকভাবে শতাধিক যুবক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা ও মারধর শুরু করে। এতে হামলার শিকার হয়েছেন ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার হাসিব প্রান্থ ও  মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ। এসময় হামলাকারীরা তাদের তিনটি মোবাইলফোন ও মাইক্রোন ছিনিয়ে নেয়

হামলায় শিকার মানবজমিনে প্রতিবেদক আবদুল্লাহ আল মারুফ বলেন, প্রেস ক্লাব এলাকায় আমরা নিউজ কাভার করতে আসি। এসময় ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা মানববন্ধনের নিউজ কাভার করার জন্য দাঁড়ালে মুহূর্তে কয়েকশো তরুণ যুবক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা শুরু করে। আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা আমার দুটি মোবাইলফোন, মানিব্যাগ, আইডি কার্ড ও সঙ্গে থাকা আরেকটি ব্যাগ নিয়ে যায়

ইত্তেফাকের প্রতিবেদক হাসিব প্রান্থ বলেন, আমার আইফোন ইলেভেন প্রো, মানিব্যাগের ১০ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশের সামনে এই হামলার ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করে।

হামলার সময় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। হামলার বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে তিনি জানান, যদি আমাদের কেউ এই হামলার সাথে জড়িত থাকে বা আমাদের নাম ভাঙ্গিয়ে কোন হামলা চালিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা