
মোহাম্মদ মাসুদ॥
ইসরাইলের জনগণের প্রতি বিদ্রোহের আহ্বান জানিয়েছেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্দ মাসুদ। ইসরাইলের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর পর ওই বার্তা দেন মোহাম্মদ মাসুদ। এ খবর দিয়েছে দৈনিক সবুজ বাংলাদেশ। এক বার্তায় তিনি বলেছেন, “দুষ্ট ও নিপীড়ক শাসনের হাত থেকে মুক্তির জন্য আপনাদের একত্রিত হওয়ার সময় এসেছে। এটা মোক্ষম একটি সুযোগ। আপনারা নিজেদের অধিকারের জন্য লড়াই করুন।”
মোহাম্মদ মাসুদ পুনর্ব্যক্ত করেছেন, অপারেশন রাইসিং লায়নের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ইরানী জনগনকে মেরে ফেলা। এদিকে মাসুদ হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে এর নিন্দা করেছে মাসুদ। এছাড়া তেল আবিবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ারি করেছেন তিনি। মাসুদ আরো বলেন ইরানকে পরমাণু জগতে ঠেলে দিয়েছে ইসরায়েলই আর তাই ইসরাইলকে ধ্বংস করার এখনই সময়।