তারিখ লোড হচ্ছে...

কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং’র সভাপতিত্বে বক্তব্য দেন বরুড়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ সাজেদুর রহমান, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় চন্দ্র সরকার , উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ মিয়া।

উপস্থিত প্রশিক্ষক বৃন্দরা বলেন, তামাক ব্যবহার বা ধূমপান অত্যান্ত ক্ষতিকারক, যা কার্যত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। ধূমপানে বিষপান, সবারই জানা, তবু বহু মানুষ ধূমপান। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ধূমপানে নিঃশেষ হতে পারে প্রতিটি অঙ্গ প্রতঙ্গ ধূমপানের ক্ষতিকরে, তামাক সেবন কিংবা ধূমপান মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক অভ্যাস। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সম্পর্কে জানে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন।

বিশ্বজুড়ে বহু রোগের কারণে মৃত্যু হলেও ধূমপান তামাক জাত দ্রব্য মানুষকে পরিপূর্ণ বয়সের আগেই মৃত্যুর দিকে টেনে নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বের প্রায় ৮৭ লাখ মানুষ সরাসরি তামাক সেবনে মৃত্যুবরণ করে। বাংলাদেশের ৩৫ শতাংশের বেশি মানুষ তামাকজাত দ্রব্য বিশেষ করে বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতায় আসক্ত এবং তামাকের কারণে বছরে প্রাণহানি ঘটে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের।

এই প্রশিক্ষণ কর্মসূচী ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে এবং মানুষকে এই আসক্তি থেকে দূরে থাকতে উৎসাহিতকরণে আজকের এই তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

বক্তারা আরো বলেন তামাক অত্যন্ত নেশাদায়ক। দুইভাবে মানুষ তামাক ব্যবহার করে। যেমন-ধোঁয়াহীন তামাক জর্দা, গুল, সাদা পাতা, নাকে নস্যি ইত্যাদি। আরেকটি হচ্ছে ধোঁয়াযুক্ত তামাক সিগারেট, বিড়ি, চুরোট হিসাবে ব্যবহৃত হয়। ইদানিং আবার ই – সিগারেট ব্যবহৃত হচ্ছে। যা ধুমপায়ুদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, ধূমপানের ফলে ধীরে ধীরে মানুষের আয়ু কমতে থাকে।

বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কেটে বেহাল দশার সৃষ্টি

মারুফ হোসেন:

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পূর্ব খোদাইধুলী কাকদী নদীর পাড় কেটে বেহাল দশা সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। স্হানীয়দের মতে অল্প কিছু দিন পূর্বে নদীটির খনন করা হয়েছিল।। কিন্তু এখন পাড় কেটে সাবাড় করছে একটি মহল।স্হানীয়দের মতে এটিই একমাত্র নদী যা এলাকার কৃষকদের জন্য পানি নিষ্কাশনের জন্য উপযোগী। পালটি রাজাপুর, গদানগর, পূর্ব খোদাইধুলী কৃষকদের পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য কাকদী নদীটি পুনরায় খনন করা হয়েছিল।কিন্তু সম্প্রতি পূর্ব খোদাই ধুলীর আবুল হোসেন পিতা বাদশা মিয়া, জসীম উদ্দিন পিতা আবদুল মালেক,বিল্লাল হোসেন বশারত আলী, সিরাজুল ইসলাম পিতা সরাফত আলী সহ আরও কতিপয় লোকজন মিলে কাকদী নদীর পাড় কেটে বেহাল দশা সৃষ্টি করছে। গ্রামবাসীরা বাধা দিলেও তাতে কোনো রকম ব্যবস্থা সাড়া মিলছে না।এই নিয়ে মাটি কাটা লোকজনদের সাথে কথা বললে তারা বলেন গত বন্যয় আমাদের বাড়ির আশে পাশে সব মাটি ধুয়ে পানির সাথে চলে গেছে। আমরা মাটি পাই না। তাই পাড়ের অতিরিক্ত মাটি যা আমাদের জমির উপর আছে এগুল আমরা কেটে এনেছি। আর আমাদের বাড়িতে বড় বড় গর্ত তৈরী হয়েছে। এগুলো ভরাট করছি।

এই নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন এই বিষয়টি আমরা অবগত নই এবং কেউ অবগত করেও নাই। এখন জানলাম, বিষয়টি আমি দেখছি। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

language Change
সংবাদ শিরোনাম