তারিখ লোড হচ্ছে...

সিদ্ধিরগঞ্জে পান্না বেগমের জমি দখলের চেষ্টা বিল্লাল গংদের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়ামাটিতে পান্না বেগমের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় সন্ত্রাসী বিল্লাল হোসেন গংরা। এ ব্যাপারে পান্না বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জমির মালিক পান্না বেগম ও তার স্বামী নিজামউদ্দিন জানান, এনসিসি ৮ নং ওয়ার্ড গোদনাইল মৌজান্থ সিএস-৬০১,এসএ-১০২১,আরএস-১৩২৯নং খতিয়ানভুক্ত যার দাগ নং সিএস ও এসএ ৮৯১,আরএস-২৫৩৭ এ ৩শতাংশ জমিতে দীর্ঘদিন যাবত বিল্ডিং নির্মান করে বসবাস করে আসছি। লামাপাড়া – নয়ামাটি এলাকার চেয়ে চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী বিল্লাল হোসেন সহ কতিপয় ভূমিদস্যু ইউরোটেক্স লিমিটেডের মালিকের নাম ব্যবহার করে বিল্লাল হোসেন পান্না বেগমের বাড়ির দেয়াল ও পিলারের জায়গার মাটি কেটে সেখানে আরসিসি ঢালাই দিচ্ছে। কাজ করতে নিষেধ করলেও বিল্লাল তাদের বাঁধা নিষেধ অমান্য করে নির্মান কাজ অব্যাহত রেখে নানা অশ্লীল ভাষায় গালিগালাজ ও গুলি করার হুমকি দেয়।
পরে পান্না বেগমের স্বামী মিজান ৯৯৯ ফোন করলে পুলিশ থানায় অভিযোগ দিতে বললে বাদী পান্না বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগকারী পান্না বেগম জানান,ভেকু দিয়ে মাটি কেটে সেখানে পাইলিংয়ের কাজ করায় ইউরোটেক্স গার্মেন্টস এর মালিকপক্ষ। পাইলিংয়ের কাজ শেষে ভেকু দিয়ে মাটি কাটার ফলে আমার ৫ তলা ফাউন্ডেশনে নির্মিত একতলা ভবনটি খুবই ঝুকিপুর্ন অবস্থায় রয়েছে। তিনি আরও জানান,এভাবে মাটি কেটে ঝুকিপুর্ন অবস্থায় রেখে আমার কাছ থেকে জোড়পুর্বক বাড়িটি দখল করতে চাচ্ছেন তারা। উক্ত সন্ত্রাসী বিল্লাল হোসেনকে দিয়েই ইউরোটেক্স কর্তৃপক্ষ আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকী প্রদান করে আসছে।
এ দিকে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক দেবাশীষ কুন্ডু। তিনি জানান, বিল্লালের নামে থানায় একটি অভিযোগ করা হয়েছে। সেখানে তার সাথে কথা হয়। আমি তাকে কাজ করা থেকে বিরত থাকতে বলেছি। আগে সমস্যা সমাধান করুন পরে কাজ করুন।

শ্রীপুরে বোতাম কারখানায় অগ্নিকাণ্ড-বিস্ফোরণ

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের বোতাম কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুরে দিকে উপজেলার ভাংনাহাটি এলাকার এম এন্ড ইউ ট্রিমস লিমিটেডে এ ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানাটির কেমিকেলের গোডাউনে হঠাৎ আগুন লেগে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে কারখানার ভেতরের ও বাইরের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। মালামাল পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু যাবতীয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারেননি কতৃপক্ষ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা