
নিজস্ব প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল তার নির্বাচনী এলাকা (ঢাকা -১৬) এর জনস্বার্থে সবকিছু করতে সদা প্রস্তুত, তার নির্বাচনী এলাকা পল্লবীর “বি” ব্লকে অগ্রনী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দৃঢ়তা সাথে তিনি এ কথা বলেন।
জনাব আমিনুল হক এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে বদ্ধপরিকর বলে স্পষ্ট বার্তা প্রদান করেন। তিনি এলাকার যেকোনো সমস্যা সমাধানে শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণের সাথে সাথে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
সন্ত্রাস, চাঁদাবাজী এবং মাদক এই এলাকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এলাকাবাসী তাদের বক্তব্যের মাঝে তুলে ধরেন। এসময় জনাব আমিনুল হক দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহবান ও নির্দেশ প্রদান করেন। এলাকাবাসী তাদের সমস্যা ও মনের কথা সরাসরি আমিনুল হক কে বলতে পারায় বেজায় খুশি এবং সমস্যা সমাধানেও তারা আত্মবিশ্বাসী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মাহবুবুল আলম মন্টু,সাবেক কমিশনার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব সাজ্জাদ হোসেন মোল্লাহ, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জনাব মো: কামাল হোসেন সহ এলাকায় বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যের শেষে জনাব আমিনুল হক তার নিজের জন্য দোয়া সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।