ডেস্ক রিপোর্ট:
রাজধানীর হাজারীবাগ থানার ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় তাতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
গতকাল শনিবার রাত ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতকাল (শনিবার) রাতে হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ অবস্থায় দুই শিশুসহ চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরে ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৪ শতাংশ, শিশু ফারিয়ার ৫ শতাংশ এবং শিশু রাইফার শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. শাহপরান জানান, গতকাল (রোববার) সন্ধ্যার দিকে তার মামার বাসার রিজার্ভ পানির ট্যাঙ্ক একজন শ্রমিক দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। রিজার্ভ ট্যাঙ্কিতে একটি বৈদ্যুতিক বাল্ব দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা ধারণা করছেন, পানির ট্যাঙ্কিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত