ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিনে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি জানা গেছে।

নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্য মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দ্বীপের লোকজন

সেন্ট মার্টিনের বাসিন্দা জুবাইর বলেন, ‘জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। জাহাজে কেউ নেই। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটা বুঝতে পারছি না। জাহাজটি ৪০০ ফুট মতো লম্বা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )হাফিজুর রহমান বলেন, সেন্ট মার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। এখনো পর্যন্ত এটা কোন দেশের জাহাজ তা নিশ্চিত করা যায়নি। পুলিশ জাহাজটি দেখাশোনা করছে।

মেঘনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দীন শিশির।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) দুপুর ১২ টার দিকে তার নিজ প্রতিষ্ঠান লক্ষ্মণখোলা গ্রামের হাজী মোহাম্মদ মতিউর রহমান স্মৃতি পাঠাগার ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা পরিষদ নির্বাচনে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এ প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. জাবিদুল ইসলাম, আওয়ামিলীগ নেতা অহিদ মিয়া সরকার, জালাল, রতন মিমা, মোজাম্মেল হক, মো. সজিব খান দুর্জয়, ইসতেহাক আহমেদ, গিয়াস উদ্দিন, সেলিম, আঃ করিম, মেহেদী হাসান, হৃদয়, আরাফাত সহ অন্যরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের