তারিখ লোড হচ্ছে...

আইসিসির নতুন প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা

স্পোর্টস ডেস্ক:

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় স্ট্রিমিং চ্যানেল জিওস্টারের বর্তমান সিইও সাঞ্জোগ গুপ্তা। সোমবার (৭ জুলাই) তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সাঞ্জোগ নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইসের রেখে যাওয়া পদে। অ্যালারডাইস ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক পদে কাজ করে প্রধান নির্বাহীর পদে বসেন। ৮ মাস ভারপ্রাপ্তর দায়িত্ব পালন করে ২০২১ সালের নভেম্বরে পান পূর্ণকালীন নিয়োগ। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দায়িত্ব থেকে সরে যান তিনি।

সাঞ্জোগকে দায়িত্ব দিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘আমি আইসিসির সিইও হিসেবে সাঞ্জোগ ‍গুপ্তার নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তিনি ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা আইসিসির জন্য অমূল্য হবে। বিশ্বব্যাপী খেলাধুলার পাশাপাশি এমঅ্যান্ডই ল্যান্ডস্কেপ সম্পর্কে তার গভীর জ্ঞান, ক্রিকেট ভক্তদের দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি ক্রমাগত কৌতূহল আগামী বছরগুলোতে খেলাটির বিকাশে আমাদের উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে।’

জয় শাহ যোগ করেন, ‘আমাদের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী সীমা ছাড়িয়ে যাওয়া, ক্রিকেটকে অলিম্পিকে একটি নিয়মিত খেলা হিসেবে প্রতিষ্ঠা করা, বিশ্বজুড়ে এর বিস্তার বৃদ্ধি করা এবং এর মূল বাজারে শিকড় আরও গভীর করা।’

আইসিসির দায়িত্ব পেয়ে সাঞ্জোগ বলেছেন, ‘এই সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের, বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেট অভূতপূর্ব প্রবৃদ্ধির দিকে। এটা হলো খেলাটির জন্য উত্তেজনাপূর্ণ সময়। বৃহৎ পরিসরের ইভেন্টগুলোর মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, বাণিজ্যিক সুযোগগুলো প্রশস্ত হচ্ছে এবং নারীদের খেলার জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।’

শেষ ষোলতে ইংল‌্যান্ড ও যুক্তরাষ্ট্র

‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলতে উঠেছে ইংল‌্যান্ড ও যুক্তরাষ্ট্র। ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে ইংল‌্যান্ড গ্রুপ চ‌্যাম্পিয়ন হয়ে খেলবে শেষ ষোলতে। ৩ ম‌্যাচে তাদের পয়েন্ট ৭। ইরানকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের পর আবার তারা শেষ ষোলতে জায়গা করে নিয়েছে।

 

ইরান এ নিয়ে ছয়বার বিশ্বকাপ খেলে একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি। প্রথম ম‌্যাচে ইংল‌্যান্ডের কাছে ৬-২ গোলে হারের পর দ্বিতীয় ম‌্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যাওয়ার লড়াইয়ে শামিল হয়েছিল ৩ পয়েন্ট নিয়ে।

 

‘বি ‘ গ্রুপ থেকে চার দলেরই সুযোগ উন্মুক্ত ছিল শেষ ষোলতে যাওয়ার। সেই সুযোগ কাজে লাগিয়েছে ইংল‌্যান্ড ও যুক্তরাষ্ট্র। ওয়েলসকে যেতে হলে ইংল‌্যান্ডকে হারাতে হতো ৩ গোলের ব‌্যবধানে। সেখানে নিজেরাই হেরে যায় ৩-০ গোলে.। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের শুধু ড্র করলেই হতো। যুক্তরাষ্ট্রের জয় ভিন্ন আর কোনও পথ খোলা ছিল না। তারা সে পথই খুঁজে নেয় ১-০ গোলে ম‌্যাচ জিতে। ৩ ডিসেম্বর ‘এ’ গ্রুপ চ‌্যাম্পিয়ন নেদারল‌্যান্ডেরসের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। পরের দিন ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল‌্যান্ড।

 

আল তুমামা স্টেডিয়ামে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ার পর যুক্তরাষ্ট্র এগিয়ে যায় ৩৮ মিনিটে। আম দিক থেকে ভেসে আসা ক্রস থেকে ডেস্ট মাপা হেড করে বক্সের ভেতর ‍পুলিসিককে দিলে তিনি তার যথাব‌্যবহার করেন দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে।

 

প্রথমার্ধে ইরান চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন‌্য ঘুরে দাঁড়ায়। চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রের উপর। একাধিক সুযোগও তৈরি করে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা আর পায়নি।

 

আহমেদ বিন আলী স্টেডিয়ামে ওয়েলসকে প্রথমার্ধে ইংল‌্যান্ডকে গোল বঞ্চিত রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর সম্ভব হয়নি। পরপর দুই মিনিটে দুই গোল করে ইংল‌্যান্ড এগিয়ে যায়। ৫০ মিনিটে রাশফোর্ডের গোলে ইংল‌্যান্ড এগিয়ে যাওয়ার পর ৫১ মিনিটে অধিনায়ক কেনের পাস থেকে ফোডেন গোল করেন। ৬৮ মিনিটে ফিলিপসের কাছ থেকে বল পেয়ে রাশফোর্ড নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। এবারের বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল। ইকুয়েডরের ভ‌্যালেন্সিয়া, ফ্রান্সের এমবাপে ও নেদারল‌্যান্ডসের গাকপোর সঙ্গে তিনি যৌথভাবে শীর্ষে আছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম