তারিখ লোড হচ্ছে...

গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

‎কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মৃত যুবক ঢাকা মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দু’জন হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসে। এ সময় তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যায়। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

মেঘনায় ইউএনও’র সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার ও সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল (20 মার্চ ) সোমবার উপজেলা কনফারেন্স রুমে আগামীকাল ২২ মার্চ প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় মেঘনা উপজেলায় ভার্চুয়ালি ভুমিহীনদের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঘর উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে সকল পর্যায়ের অংশীজনদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, থানার এস আই মিলন মিয়া,  ইউপি চেয়ারম্যান বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ অন্যরা।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম