তারিখ লোড হচ্ছে...

রাজধানীর কদমতলীতে সৎ বাবার মারধরে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর কদমতলীর শ্যামপুরে একটি বাসায় সৎ বাবার মারধরে আব্দুল্লাহ (৪) নামের এক শিশু মারা গেছে। সৎ বাবা রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কদমতলী থানা নামা শ্যামপুরের বাসা থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) অনিক গোঁপ জানান, বিকেলে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি নামা শ্যামপুর কফি মসজিদের পাশের একটি টিনশেড বাসায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বাসায় গিয়ে  মৃতদেহ দেখতে পাই।
শিশুটির মা কলি বেগমের বরাত দিয়ে এসআই অনিক জানান, শিশু আব্দুল্লাহর সৎ বাবা রাজু ভোর ৬টার দিকে শিশুটিকে মারধর করে খাট থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গেই শিশুটি মারা যায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাজার থেকে কাফনের কাপড় এনে শিশুটিকে দাফন করার চেষ্টা চালায়।

এসআই অনিক জানান, খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করি এবং সৎ বাবা রাজু মিয়াকে (২৬) আটক করা হয়। শিশুটির মুখমণ্ডলে কয়েক জায়গায় জখম রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসআই জানান, আব্দুল্লাহর বাবার নাম রুবেল। তিনি অন্য কোথাও থাকেন। গত দুই বছর আগে রাজুকে বিয়ে করেন আব্দুল্লাহর মা কলি বেগম

বাসে তরুণীকে হেনস্তার ঘটনায় হেলপার গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা স্ট্যান্ড এলাকায় গণপরিবহনে এক তরুণী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রমজান পরিবহনের হেলপার মো. নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-৪ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-৪-এর একটি দল তাকে গ্রেফতার করে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে র‍্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র‍্যাব জানায়, গত ২৭ অক্টোবর দুপুরে ধানমন্ডি-১৫ থেকে রমজান পরিবহনের বাসে বছিলার উদ্দেশে যাত্রা করেন এক নারী শিক্ষার্থী।

বাসটি বছিলা মেট্রো হাউজিং এলাকায় পৌঁছালে হেলপার নিজাম উদ্দিন ওই শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীকে মারধর করেন। আত্মরক্ষায় ভিকটিম জুতা দিয়ে হেলপারকে প্রহার করেন। ঘটনার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিষয়টি নজরে আসার পর র‍্যাব-৪ সরেজমিন তদন্তে নামে এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেফতার করে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম