সিরাজদিখানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সিরাজদিখানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ – সংক্ষেপে পার্টনার প্রজেক্টের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (০৮ জুলাই) সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র।

মুন্সীগঞ্জের জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব চৈতী দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি উদ্যোগ, পুষ্টিনির্ভর খাদ্য উৎপাদন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ফিল্ড স্কুলভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

কংগ্রেস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি কৃষকের উৎপাদিত শস্য, সবজি ও ফলমূল নিয়ে দুটি বুথে প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কাড়ে।

এসময় বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিশ্চয়তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে পার্টনার প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।

বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীরা নতুন বই না পাওয়ায় শিক্ষা উপদেষ্টার দুঃখপ্রকাশ

স্টাফ রিপোর্টারঃ 

নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থী নতুন বই পায়নি। এজন্য দুঃখপ্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে’ মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, “নানাভাবে ষড়যন্ত্রকারীরা বাধা দিয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। কারা কারা আমাদের সহযোগিতা করেছেন, কারা আমাদের জন্য বাধা সৃষ্টি করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানান, আড়াই মাসে ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। ছয় কোটি বই গেছে। চার কোটি ট্রাকে ওঠার অপেক্ষায়।

তিনি বলেন, “৫ জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণির সব বই, ১০ জানুয়ারি মাধ্যমিকের আটটি বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করব।”

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়। সেইসঙ্গে বইয়ের পাণ্ডুলিপি সংশোধনের সিদ্ধান্ত হয়। সেসব কাজ শেষ করে বই ছাপানো শুরু করতে অনেকটাই দেরি হয়।

 

সবা:স:জু- ৫৮৫/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া