তারিখ লোড হচ্ছে...

জুনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে

ডেস্ক রিপোর্ট:

গত জুন মাসে দেশে এসেছে ২৮২ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।

বুধবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত জুন মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। আর মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে জুন মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৮৮ লাখ, ৩২ কোটি ৩৯ লাখ ১০ হাজার, ২৩ কোটি ৮১ লাখ ৩০ হাজার, ১৭ কোটি ১৮ লাখ ৪০ হাজার, ১৬ কোটি ৪৭ লাখ ২০ হাজার, ১১ কোটি ৯০ লাখ ১০ হাজার, ১১ কোটি ৬৬ লাখ ও ৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

গত জুনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। এ বিভাগের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৬ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ কোটি ১০ লাখ ডলার, সিলেট বিভাগে ২০ কোটি ১০ লাখ ডলার, খুলনা বিভাগে ৯ কোটি ৯২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৬৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬ কোটি ১৬ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ১৩ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে গত অর্থবছরজুড়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

উৎসবমুখর পরিবেশে আদাবরে এস এম ডিজাইনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সী মামুনঃ

উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে রাজধানীর মোহাম্মদপুরে উদিয়মান তৈরিপোষাক প্রস্ততকারক প্রতিষ্ঠান এস এম ডিজাইনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দিনভর আদাবর ১০ নং সড়কে অবস্থিত বিশ্বস্ত গার্মেন্টস মেকার প্রতিষ্ঠান এস এম ডিজাইন পরিবারের কারখানা চত্বরে ছিলো বর্ণাঢ্য নানান আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য, নাচ, গান, বালিশ খেলা, অভিনয় ইত্যাদি।
সাভারের নাইমা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুন্সী এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে ইসলাম গ্রুপের কমার্শিয়াল ব্যবস্থাপক মতিয়ার রহমান এবং পাংশার বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী নাজিম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান এস এম ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক মুন্সী মামুন।
এস এম ডিজাইন পরিবারের সকল সেকশনের প্রায় শতাধিক কর্মীর উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে সারাদিন উৎসবমুখর পরিবেশে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সন্ধ্যার আনন্দঘন পরিবেশে শ্রমিক, মালিক কর্তৃপক্ষসহ অতিথি সকলের সামনে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন বিজয়ীদের ফুলের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দিয়ে মালিক এবং শ্রমিকপক্ষের মধ্যে সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়।

সার্বিক ইভেন্ট পরিচালনা করেন এস এম ডিজাইন পরিবারের প্রোডাকশন ম্যানেজার মো: আব্দুল করিম। খাদ্য পরিবেশনের দায়িত্বে ছিলেন কাটিং মাস্টার মোঃ মিরাজ। সঙ্গীত পরিবেশনে করেন সুপারভাইজার মোঃ আলমগীর, হোলবাটন অপারেটর মোঃ শাহ আলী, সুইং অপারেট মোঃ তারেক, নাচ পরিবেশন করেন ফিনিশিং ইনচার্জ মোঃ জনি, কোয়ালিটি ইনসপেক্টর মেহেরুন নেসা, সুইং অপারেটর জাকিয়া আক্তার রুমা, সুইং হেলপার সুমি, ফিনিশিং হেলপার মিম, সুইং অপারেটর নাহিদুল এবং আইরনম্যান মোঃ হাকিম। এছাড়া খেলা পরিচালনা করেন মোঃ ইলিয়াছ হোসেন।

বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড ও হাউসের চাহিদামত আবহাওয়া উপযোগী নিত্যনতুন নকশার বিশ্বস্ত পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠান এস এম ডিজাইন ২০১৮ সালের আজকের রাজধানীতে প্রতিষ্ঠিত হয়ে যাত্রা শুরু করে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি মাত্র ৫ বছরেই বিভিন্ন নামীদামী ফ্যাশন ব্র্যান্ড ও হাউসের নিকট ইতোমধ্যেই জনপ্রিয় এবং খ্যাতিলাভ করেছে গুণগত মানের তৈরিপোষাক উৎপাদন করে।

এসব পোশাকের মধ্যে আছে শার্ট, প্যান্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। আরামদায়ক কাপড়ে নানা রঙ ও নকশায় তৈরি করা হয় এসব পোশাক। চাহিদামতোর পাশাপাশি পাইকারি অর্ডারেও পোশাকআশাক কেনা যায় এখানে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা কমিটি এবং ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা হেমা মালিনীকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন ধর্মেন্দ্র এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর