সালাহউদ্দিন আহমেদকে নিয়ে ‘বাজে’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন।

বিএনপি নেতাকর্মীরা বলেন, কক্সবাজার এসে এনসিপির সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডার্বি নাসীরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আমাদের দুই সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস। এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অনতিবিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে।

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, নব্য দুধের শিশু এনসিপি নেতা ডার্বি নাসীরুদ্দীন পাটওয়ারী কারে নিয়ে বিরূপ মন্তব্য করস? তুর টোটাল বয়সের চেয়ে এদেশের সম্পদ মৃত্যুঞ্জয়ী জননেতা বিএনপির মান্যবর স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক বয়স বেশি। বিগত ১৬/১৭ বছর ফ্যাসিদের বিরুদ্ধে আমরা যা করেছি, তুরা এর বিন্দুকণাও করস নাই! এদেশের গণমানুষের কথা ভেবে আমরা ধৈর্য ধারণ করছি! এখনো সময় আছে ভালো হয়ে যাও? অতিরঞ্জিত করবি পরিণতি ভালো হবে না।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, সমাবেশে একটি বক্তব্যের কারণে আমাদের গাড়িবহর আটকে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চকরিয়ায় পথসভাস্থলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেছেন।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী। এ সময় একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভা করে এনসিপি। সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন।’

কোনো সংস্কার না করে এ দেশে নির্বাচন করা যাবে না

কোনো সংস্কার না করে এ দেশে নির্বাচন করা যাবে না

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের নিউ ঢাকার সামনে থেকে শুরু করে কাঁচপুর সেতুতে গিয়ে গণমিছিলটি শেষ হয়। এর আগে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শাখার আয়োজনে নিউ ঢাকার সামনে প্রজেক্ট মাঠে সমাবেশ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জের জেলা জামায়াতের আমির মো. মমিনুল হক সরকার।

সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিনে শূরা সদস্য ও অ্যাডুকেশন সোসাইটির সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্না, রূপগঞ্জ উপজেলা জামায়াতের এমপি প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাসউদুর রহমান গিয়াস, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসাইন প্রমুখ।

এসময় জেলা আমির বলেন এদিন স্বৈরশাসক শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনে পলায়ন করতে বাধ্য হয়েছে। এ দেশে যাতে আর স্বৈরশাসক না আসতে পারে তার জন্য আইন করতে হবে। এখন একটা দল নির্বাচন নির্বাচন করছে। জুলাই যদি না আসতো তাহলে কি তারা নির্বাচন নিয়ে কথা বলতে পারতো। কোনো সংস্কার না করে এ দেশে কোনো নির্বাচন করা যাবে না। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে হবে। তাদের কারণেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এছাড়া আওয়ামী লীগের বিচার করতে হবে। সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন