রাতের আঁধারে ভারতে গরু আনতে গিয়ে ‘নিখোঁজ’ বাংলাদেশি

রাতের আঁধারে ভারতে গরু আনতে গিয়ে ‘নিখোঁজ’ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গরু আনতে গিয়ে মোহাম্মদ লাল চাঁন নামে এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে গরু আনতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেননি এবং তার কোনো খোঁজও মিলছে না। এ দিকে স্থানীয়রা বাংলাদেশি নিখোঁজের তথ্য দিয়েছেন বলে জানান চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

নিখোঁজ মোহাম্মদ লাল চান নারায়ণপুর ইউনিয়নের কালুপুরের বাসিন্দা। জানা যায়, শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান লাল চান। অন্যরা ফিরে আসলেও লাল চান ফেরেননি। রোববার সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেননি। এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, স্থানীয়দের কাছ থেকে লাল চাঁনের সীমান্ত অতিক্রমের খবর জেনেছে বিজিবি। পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, নারায়ণপুর সীমান্তে গতরাতে (শনিবার রাতে) কোনো গুলির শব্দ শোনেনি বিজিবির টহল দল। কাজেই তার মারা যাওয়ার খবর সঠিক নয় বলেই মনে করছেন তিনি।

শিকারিদের ফাঁদে হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

শিকারিদের ফাঁদে হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরা সংবাদদাতা:

সুন্দরবনের কাইনমারি খাল এলাকা থেকে শিকারির ফাঁদে আটকেপড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করছে বনকর্মীরা। শিকারির কাজে ব্যবহৃত নৌকা। ছবি: খবরের কাগজ শিকারির ফাঁদে আটকেপড়া হরিণকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবনের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে হরিণটিকে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করে বন বিভাগ। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, কাটেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তা‌ফিজুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের টহলের সময় তারা সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারিদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহিন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়। এ সময় ওই স্থান থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়।

বনের ভেতরে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে হরিণটি। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাঁড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বৈধ বা অবৈধভাবে বনে ঢুকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হরিণ শিকার করেন শিকারিরা। বন ও পার্শ্ববর্তী অঞ্চলে পেশাদার হরিণ শিকারিদের আছে বিশেষ সিন্ডিকেট এবং তাদের সঙ্গে থাকে এজেন্ট ব্যবসায়ীরা। এসব এজেন্টের মাধ্যমে কখনো অগ্রিম অর্ডার, আবার কখনো মাংস এনে তারপর বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। বন বিভাগসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে কিছু মাংস ধরা পড়লেও অধিকাংশ শিকারি থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। একশ্রেণির অসাধু বন কর্মকর্তার কারণে সুন্দরবনে হরিণ শিকার কমছে না বলেও অভিযোগ স্থানীয়দের।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম