চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় অস্ট্রেলিয়ার

চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় অস্ট্রেলিয়ার

ডেস্ক রিপোর্ট:

রান তাড়ায় ম্যাচ জেতার ক্ষেত্রে তারাই সেরা, তা আবারও প্রমাণ করলো অস্ট্রেলিয়া। ২০৫ রান তাড়া করে চতুর্থ টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অজিরা। ৩ উইকেটের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল। এতে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৪ বলে হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি মাত্র ৩১ রানের হলেও লড়াই করার মতো পুঁজি বোর্ডে জমা হয়েছিল। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের হয়ে ১৫ বলে ৩১ রান করেন শারফেন রাদারফোর্ড। রোভম্যান পাওয়েল ২২ আর রোমারিও শেফার্ড ১৮ বলে নেন ২৮ রান করে। জেমস হোল্ডার ১৬ বলে ২৬ ও ওপেনার ব্রান্ডন কিংস ১০ বলে ১৮ রান করেন। মূলত বড় কোনো জুটি না হওয়ায় পুঁজি ২৫০ এর কাছাকাছি নিতে পারেনি ক্যারিবীয়রা।

এর ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪৭ (১ চার ৬ ছক্কা) ও জস ইংলিস ৩০ বলে ৫১ (১০ চার ১ ছক্কা) করে আউট হন। ৩৫ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন।

বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা খবর

বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা খবর

ডেস্ক রিপোর্ট:

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এ ছাড়া ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে খেলবে।

৩য় টি-টোয়েন্টি
বাংলাদেশ-পাকিস্তান
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক

ওল্ড ট্রাফোর্ড টেস্ট-২য় দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

ত্রিদেশীয় টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড
বিকেল ৫টা, টি স্পোর্টস টিভি ও অ্যাপ

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম