তারিখ লোড হচ্ছে...

অবশেষে জানা গেল সমাবেশে কত টাকা খরচ করল জামায়াত

অবশেষে জানা গেল সমাবেশে কত টাকা খরচ করল জামায়াত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৯ জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ-ট্রেনসহ বহু যানবাহন। ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা। তাই অনেকের মনে প্রশ্ন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামায়াত?

সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার খরচের পরিমাণ ১০০ থেকে ২০০ কোটি ছাড়িয়েছে বলেও দাবি করেছেন। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীতে জামায়াতের রোকন সম্মেলনের একটি ভিডিওতে ডা. শফিকুর রহমানকে বলতে শোনা যায়, ঢাকায় এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? বলিনি। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি।

তিনি আরও বলেন, এখন কেউ কেউ বিশ্লেষণ করছেন। সমাবেশে নাকি ১০০, কেউ বলেন ২০০ কোটি টাকা খরচ হয়েছে। আপনারা শুনবেন কত খরচ হয়েছে? অবশ্যই রোকন হিসেবে আপনাদের জানার অধিকার রয়েছে। আমার ধারণা ছিল, পৌনে ৩ কোটিতে আটকায়ে ফেলতে পারব। একটু এদিক-সেদিক হবে, এটি সাড়ে ৩ কোটি পর্যন্ত পৌঁছাবে, এর বেশি নয়, আলহাদুলিল্লাহ। এখন যার যা বিশ্লেষণ করার করতে পারে।

সম্মেলনে জামায়াত আমির বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, করবেও না। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না।

এর আগে এক টেলিভিশন অনুষ্ঠানে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সমাবেশে আমাদের লোকজন কিভাবে এসেছে তা সবাই দেখেছে। তারা কিভাবে নিজের টাকা খরচ করে এসেছে তা মিডিয়াতেই প্রচার হয়েছে। তারা বাড়ি থেকে কিভাবে খাবার নিয়ে এসেছে, চিড়া ভিজিয়ে খাচ্ছে কলা দিয়ে, তা সবাই দেখেছে। আমি যদি আমার বাউফলের কথা বলি, সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসেছে লঞ্চে করে। আমি সমাবেশের বিভিন্ন দায়িত্ব পালন করার কারণে তাদের কোনো খোঁজ নিতে পারিনাই। আমার একজন লোকেরও কোনো দায়িত্ব নিতে হয়নাই।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন আরও ৮৯ জন

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ইতিপূর্বে ঘোষিত ৩০২ সদস্যের কমিটি বর্ধিত করে কমিটিতে বিভিন্ন পদে আরও ৮৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা পাঠানো হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে ঘোষিত ৩০২ সদস্যের কমিটি থেকে পদ স্থগিত হওয়া ৩২ জনকে কমিটিতে পুনর্বহাল করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত ৮৯ সদস্যের নামে তালিকা

সহ- সভাপতি

আবুল হাচান চৌধুরী, এবিএম মাহমুদ সরদার, সিরাজুল ইসলাম, কেএম সাখাওয়াত হোসাইন, মিজানুর রহমান শরীফ, মো. শামীম হোসেন, মো. ইব্রাহীম খলিল, মো. আরিফুল হক, মো. মাহবুবুল আলম মাহবুব, মো. জাকির হোসেন, মো. সুরুজ মন্ডল, মো. রাফিজুল হাই রাফিজ, মো. আলমগীর কবির, মো. জুবায়ের আল মাহমুদ রিজভী, শ্যামল মালুম, মো. জামিল হোসেন, মো. নাজমুল আহসান সোহেল, সৈয়দ সাইফুজ্জামান, মো. মহিউদ্দিন, নাজমুল হক হাবিব, মেহরাব আহমেদ মাহবুব, মিলাদ উদ্দিন ভূঁইয়া, মো. আলী হাওলাদার, মো. সাইফুল ইসলাম তুহিন।

যুগ্ম সম্পাদক

জাকির হোসেন উজ্জল, আতাউর রহমান খান, রেজোয়ানুল হক সবুজ, মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, ফয়সাল আহম্মেদ সোহেল, মো. মেহেদী হাসান, মোহাম্মদ ইলিয়াস, নুরুল ইমরান মজুমদার মিশু, এমএম মারুফুল ইসলাম, মো. জিহাদুল রঞ্জু, মো. রাকিবুল ইসলাম রোকন, মো. নিজাম উদ্দিন হাওলাদার, মোহাম্মদ লিয়াকত হোসেন, আলিজা আহমেদ মিজান, মৃধা মো. মাসুদ রানা, তাইজুল ইসলাম খান, মৌসুমী হক মৌ, মো. আশরাফুল হোসেন মামুন, আসিফ হোসেন রচি, রুহুল আমিন সোহেল, মো. হাসান, মেহেদী হাসান মিঠু, মাহমুদুল হাসান বসুনিয়া, মো. অহিদুজ্জামান, শাহেদ প্রধান, মো. ফয়সাল হোসেন, নাজমুল হক, সায়মন কবীর শাওন, এসএম মুসা।

সহসাধারণ সম্পাদক

এসএম হাসান মাহমুদ রিপন, কবির হোসেন ফকির, সাকিব হাসান সম্রাট, হাবিবুর রহমান হাবিব, অহি আহমেদ জুবায়ের, মো. মুজাহিদুল ইসলাম, মো. জসীম উদ্দিন রনি, আরিফুর রহমান, মো. জুয়েল হাসান, ফজলুল হক নীরব, খন্দকার সোলাইমান কবির আরিফ, মো. শাহাদাত হোসেন, অলি আহমেদ, মো. বুলবুল হোসাইন, মো. রুবেল আমিন, মো. সারওয়ার হোসেন, মো. সুমন হোসেন, রফিক মোল্লা, মাজহারুল ইসলাম মারুফ, শেখ নুরুল্লাহ।

সহসাংগঠনিক সম্পাদক

সাইদুল ইসলাম, ইকবাল হোসেন আসিফ, মো. গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম আরিফ সরকার, শফিকুল ইসলাম পিংকন, মো. রাসেল মোল্লা, তানভীর আল হাদি, মো. আরিফ সিকদার, মো. হানিফ আলী, সাদেক মিয়া, আখতার হোসেন দুলাল, মাইন উদ্দিন শাহ, মনিরুল ইসলাম, সাইমন ইসলাম।

সদস্য

ফারজানা আক্তার সুমাইয়া ও সোহেল রানা।

 

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা