তারিখ লোড হচ্ছে...

জামালগঞ্জে সড়কে খানাখন্দে ভরা যাত্রীদের দুর্ভোগ চরমে

জামালগঞ্জ সংবাদদাতা:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সড়কপথ (জামালগঞ্জ-জামলাবাজ-নোয়াগাঁও, জামালগঞ্জ-মান্নানঘাট-সেলিমগঞ্জ-গাগলাজুর এবং দক্ষিণ কামলাবাজ-নয়াহালট) বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার প্রতিটি অংশে গর্ত ভাঙাচোরা জায়গা সরে যাওয়া ইট সলিং সব মিলিয়ে যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর নামমাত্র সংস্কার করা হলেও বর্তমানে রাস্তাগুলোর অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন জামালগঞ্জ থেকে গজারিয়া পর্যন্ত সড়কটি বর্তমানে খুবই দুরবস্থায় রয়েছে। রামপুর, সংবাদপুর, চানপুর, নয়াহালটসহ বিভিন্ন স্থানে সড়কে ভাঙাচোরা গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় গাইড ওয়াল ভেঙে গেছে। বিশেষ করে চানপুর ব্রিজের এপ্রোচ অংশটি ধসে গিয়ে মাটি সরে গেছে, ফলে সেখানে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। এই সড়কে চলাচল করতে গিয়ে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।

জামালগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন বলেন আমি এ বিষয়ে চীফ স্যারের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, ২০২৫-২০২৬ অর্থবছরে জিওবি মেইনটেন্যান্স প্রোগ্রামের আওতায় সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে। এছাড়াও জামালগঞ্জ – সেলিমগঞ্জ- মান্নানঘাট – আলিপুর – গাগলাজুর পর্যন্ত দীর্ঘ সড়কটিতেও প্রায় এক দশক ধরে কোনো সংস্কার হয়নি। এই রাস্তাটিরও সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে এবং এরপর টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজ শুরু হবে।

 

নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

অনলাইন ডেস্কঃ

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে খুনের অপরাধে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আ.ন.ম ইলিয়াসের আদালত এই রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন স্ত্রী জুনু বেগম। ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে মামলা করলে আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

সবশেষ মঙ্গলবার দুপুরে ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন জুনু বেগমকে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে, রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম