ছয় বগির বিশেষ ট্রেনে যাত্রী মাত্র ১৭ জন

ছয় বগির বিশেষ ট্রেনে যাত্রী মাত্র ১৭ জন

ফরিদপুর সংবাদদাতা:

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীমুখী আটটি বিশেষ ট্রেনের একটি ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায়।তবে ৬৭৬ আসনের সেই ট্রেনে যাত্রী ছিলেন মাত্র ১৭ জন।ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, বিশেষ ট্রেনটি সাড়ে ১১টায় ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ১৭ জন। ছয় বগির ওই ট্রেনে আসনসংখ্যা ৬৭৬।

ভাঙ্গা রেলস্টেশনের স্টেশনমাস্টার জিল্লুর রহমান জানান, ট্রেন ছাড়ার আগে কারও সঙ্গে কোনো সমন্বয় হয়নি। যাত্রী সংকটের মধ্যেই নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যায়। সন্ধ্যা সাতটায় ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ফিরে এসে রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌঁছানোর কথা রয়েছে।

পাথরঘাটা উপকূলে ঝড়ে ট্রলার ডুবি, ৩ জেলে নিখোঁজ

পাথরঘাটা উপকূলে ঝড়ে ট্রলার ডুবি, ৩ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পাথরঘাটা উপকূল থেকে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল নামের ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

উদ্ধারকৃত জেলেদের বরাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলে জেলেরা ট্রলারে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

তিনি আরও জানান, ট্রলার ডুবির পর জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন। পাশে থাকা আরেকটি ট্রলার ভাসমান অবস্থায় ৯ জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

এদিকে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন পার করছেন। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতায় সহায়তা ও নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম