শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিএনপির উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিএনপির উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন, ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল বিজয় সমাবেশ বের করা হয়।

শ্রীমঙ্গল উপজেলায় সকাল ১১টায় শাহী ঈদগাহ প্রাঙ্গণ থেকে বের হয়ে সমাবেশটি শহর প্রদক্ষিণ করে। বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলার সমাবেশ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুই উপজেলার দুই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উভয় উপজেলায় বিজয় সমাবেশে নেতৃত্ব দেন মৌলভীবাজার-৪ আসনের বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫টি মোটরসাইকেল উদ্ধার

মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে একটি রয়েল এনফিল্ডসহ দেশের বিভিন্ন জেলা থেকে চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্যৗ জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকাস্থ জনৈক মাহবুব হাসানের ভাড়াবাসা থেকে ১টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মোটরসাইকেল চুরির ঘটনার পর পরই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের তত্ত¡াবধানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার, উপপরিদর্শক (এসআই) হিরন কুমার বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) উৎপল সাহাসহ একটি টিম তদন্ত শুরু করে। তদন্তকালে পুলিশের এ বিশেষ টিম ৪৭টি ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ফুটেজ পর্যালোচনা করে চক্রের মূলহোতাসহ সংশ্লিষ্টদের শনাক্ত করে। গত ২৮ আগস্ট রাতে সদর মডেল থানার দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা (দাসপাড়া) এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর পূর্বপাড়ার (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা দাসপাড়া এলাকার বাসিন্দা) ছানা বাবু ওরফে অজিত দাসের ছেলে বাপ্পী সরকার ওরফে সাগরকে গ্রেপ্তার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তার স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের আমির হোসেনের ছেলে তোফাজ্জল ওরফে তাফাজ্জুল হোসেন এবং একই জেলা, উপজেলার সাতগাঁও গ্রামের মো. সামসু মিয়ার ছেলে মো. বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় মো. বাবুল হোসেনের হেফাজত থেকে একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন পটলের ছেলে সোহানের বাড়ি থেকে চোরাইকৃত রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ আরও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে আসামিদের ৫ দিনের পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলতাকান্দা গ্রাম থেকে আরও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ পর্যন্ত মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের সোহানের কাছে বিক্রি করে আসছিল। অভিযানকালে সোহান পালিয়ে যায়। আমরা তাকে তাকে গ্রেপ্তারে প্রচেষ্টা চালিয়ে আসছি।’

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের