গাজীপুর মেট্রো পুলিশ এবং টঙ্গী বিসিক শিল্প নগরী সমঝোতা স্বাক্ষর

সৈয়দা রোকসানা পারভীন রুবিঃ
গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্প কারখানা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখার নিমিত্তে শিল্প মালিক এবং পুলিশ প্রশাসনের সহিত সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান করা হয়েছে। ২৬ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় বিসিক এলাকায় ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার ভিতরে এ অনুষ্ঠান করা হয়।
টঙ্গীর বিসিক শিল্প মালিক কল্যান সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ এর সহযোগীতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ পুলিশ কমিশনার (অপরাদ দক্ষিন) মাহাবুব উজ জামান, উপ পুলিশ কমিশনার (ডিবি দক্ষিন) ইব্রাহীম খান, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, অনন্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ এর ডাইরেক্টর ইনামুল হক খান প্রমুখ।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েক শতাধিক কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে কর্মচারীরা।

কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যে সব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি। একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানানো হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সেসময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের