শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির প্রক্রিয়া ডিজিটালাইজড করতে সফটওয়্যারে তথ্য ইনপুটের জন্য নির্ধারিত লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে। শিক্ষকরা এখন http://20.84.77.3:3000/#/login এই ঠিকানায় প্রবেশ করে MPO Code_EIIN এবং Password: EIIN ব্যবহার করে নিজেদের তথ্য সফটওয়্যারে ইনপুট করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ পরিচালক মোছা. রোকসানা বেগমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিটি ৪ আগস্ট বিভাগের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এতে আরও বলা হয় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে যথাযথভাবে ইনপুট করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিতে হবে।

এ উদ্দেশ্যে প্রতিটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লিংক ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তারিখ ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বুধবার। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। এরপর ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১২ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২০ আগস্ট। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১২টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ আগস্ট দুপুর ১২টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট বিকেল ৪টায়।

এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম