ফারুকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক

ফারুকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক

স্পোর্টস ডেস্ক:

বিভিন্ন অভিযোগে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থাপত্র দিয়েছিলেন আট পরিচালক। ফারুকের বিরুদ্ধে বিসিবির তহবিল নয়ছয় করার অভিযোগও তোলা হয়েছিল। সেটি নিয়ে অনুসন্ধানে নেমেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তহবিল নিয়ে করা অভিযোগটির সত্যতা পায়নি দুদক।

বিসিবির নানাবিধ আর্থিক দুর্নীতির বিষয়ে দুদকের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ফারুক আহমেদের বিরুদ্ধে ২৫০ কোটি টাকা বিভিন্ন ব্যাংকে সরানোর যে অভিযোগ করা হয়েছে, সেটি মূলত সংস্থাটির বাড়তি লাভের জন্যই করা হয়েছে। তাতে এই অভিযোগের ইতি টানার পরামর্শ দিয়েছে দুদক।

এ দিকে বিসিবির চাকরির নীতিমালা ও সাংগঠনিক কাঠামোতে ঘাটতি পেয়েছে দুদক। এছাড়া দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে আচরণ নীতিমালা ও শৃঙ্খলামূলক ব্যবস্থার অভাব, নীতিমালা প্রণয়নে অব্যবস্থাপনা। সেইসঙ্গে তৃতীয় বিভাগ বাছাইয়ে নানা অনিয়মের চিত্র উঠে এসেছে বলেও দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিভিতে আজকের খেলার সূচি

টিভিতে আজকের খেলার সূচি

ডেস্ক রিপোর্ট:

ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিন আজ। খেলা শুরু বিকেল ৪টায়।

ক্রিকেট
ওল্ড ট্রাফোর্ড টেস্ট-৩য় দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১
৩য় টি-টোয়েন্টি
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া

আগামীকাল ভোর ৫টা, টি স্পোর্টস

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম