মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনীসহ একটি ট্রাক জব্দ ও ট্রাক চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ট্রাকটি জব্দ এবং ট্রাক চালক জেলার রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের মো. লালন মিয়াকে (২৮) আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল ভাসানীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে চোরাই পণ্যবাহী ট্রাকটি আটক করেন। পরে ট্রাকটিতে তল্লাশী করে ২৩ হাজার ৬৬০ Clop-G Cream, ৫ হাজার ৭৬০ Melnor Crem, ৫ হাজার ১৮৪ পিস Skinbrite Cream, ৪ হাজার ৮০০ পিস Elosone-HT Cream, ৪ হাজার ৫০০ পিস Derobin Ointment, ৬০০ পিস Skinshine Cream এবং ২৮৮ পিস Patanhali Alie Vera Gal জব্দ করে। এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৩ লক্ষ ৪৮ হাজার ৮২০ টাকা। এ সময় ট্রাক চালক মো. লালন মিয়াকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লালন মিয়া জানায়, রুবেল মিয়া নামের জনৈক ব্যক্তি ভাঙারির আড়ালে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃত লালন মিয়া, পলাতক রুবেল এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-ই ও ২৫-উ ধারায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত