বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ ফারুক, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, সদস্য সচিব মোজাম্মেল, যুগ্ম আহ্বায়ক নাসির মোল্লা, নোয়াগাঁও ইউনিয়নের প্রচার সম্পাদক ইব্রাহিম প্রমুখ।

৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই নির্বাচন ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এ সময় স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

প্রতিষেধকের অভাবে সেলিম মাদবরের মৃত্যু

আজিজুর রহমান বাবু, শরীয়তপুর প্রতিনিধি:

রাসেল ভাইপার একটি বিষধর সাপ। যার কামড়ে সুচিকিৎসা না পেলে রোগীর মৃত্যু অবধারিত। এই সাপের কামড়ের পরবর্তী ১০০ মিনিটের মধ্যে ” এন্টি ভেনাম ” ইনজেকশনটি প্রয়োগ করলে রোগীর জীবন রক্ষা সম্ভব হতে পারে।

এখন কথা হচ্ছে – এই ইনজেকশনটি নেই কেন ? এমন গুরুত্বপূর্ণ ইনজেকশনের ঘাটতি কেন হবে ? কারা নজরদারি করবেন ? তাঁদের কী কোন দায় নেই ? যদিও সরকারী হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়ার কথা ছিল কিন্তু শরীয়তপুর জেলার কোথাও এন্টিভেনাম ইনজেকশনটি পাওয়া গেলো না ।

যে পরিবার থেকে তাঁদের প্রিয় মানুষটি এভাবে চলে যায়, একমাত্র তাঁরা ই উপলব্ধি করতে পারবেন… শূন্যতা কী? সারাজীবনের অর্জিত সম্পদ শেষ বয়সে স্ত্রী পুত্র কন্যা নিয়ে উপভোগ করবেন, কত সাধ আহলাদ ছিল মনে – সব যেনো গুড়েবালি, তা আর হলো না।

সম্প্রতি সখিপুর বাজারে প্রতিষ্ঠিত ফার্নিচার ব্যবসায়ী হাসোজ্জ্বল সেলিম মাদবর সকালে বিষধর সাপ রাসেল ভাইপার কতৃক সংক্রামিত হন। জীবনের কোন মূল্য নেই। একটা ইনজেকশনের অভাবে – জীবন সবশেষ !

সময়মত একটা ইনজেকশন দিতে পারলে এমন পরিস্থিতি তৈরি হতো না। সেলিম মাদবরের পুরো শরীরে সাপের বিষ এমন ভাবে ছড়িয়ে পড়তো না।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি ভেনাম ইনজেকশনটি থাকার কথা। দুঃখের বিষয় সেখানেও ছিল না। ইনজেকশন প্রাপ্তির সঠিক তথ্য না থাকায় খুব বেশী সময় অতিবাহিত হয়ে যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে দুটি তরতাজা প্রাণ হারিয়ে গেলো।

গুরুত্বপূর্ণ এই ইনজেকশনটি সংশ্লিষ্ট কর্মকর্তারা আগাম সংরক্ষিত করে রাখলে হয়ত বেঁচে যেতে পারতেন প্রয়াত সেলিম মাদবর ।

উক্ত পরিবারের প্রতি আন্তরিক ভাবে সমবেদনা প্রকাশ করছি।

আমাদের প্রত্যাশা – যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এন্টি ভেনাম ইনজেকশন টি সংরক্ষণ করে, আগামীতে যেনো কোন সাপেকাটা রোগীদের প্রাণ না যায়। জীবন রক্ষার্থে জরুরী ভাবে ব্যবস্হা গ্রহণ করবেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান