এনসিপি নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

এনসিপি নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে ৫ লাখ টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্যসচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে আরেকজনের সঙ্গে কথোপকথনের ভিডিওটি ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়।

শুরুতে আফতাব হোসেন বলেন যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করব জবাবে নিজাম উদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে এ পাশ থেকে হ্যাঁ ভাই জবাব দেন আফতাব। তখন নিজাম বলেন কত দিয়েছে কত লাখ এমন প্রশ্নে আফতাব বলেন পাঁচ। এরপর নিজাম উদ্দিন বলেন আন্দোলন বন্ধ করার জন্য। তখন আফতাব বলেন, হ্যাঁ। নিজাম এরপর বলেন আরও বেশি নিতা প্রেশার দিয়ে। তখন আফতাব বলেন, না ভাই, আমার তো ফ্যামিলি মেম্বার, কিভাবে বলি। নিজাম বলেন, এখন কি আন্দোলন বন্ধ করতে হবে। তখন আফতাব বলেন, ওনারা তো বলল এমনই।

নিজাম বলেন, তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদের আমি এনে, রোহান, মীরদের এনে কিছু একটা দিয়ে দিলাম। তখন আফতাব বলেন, কত। নিজাম বলেন, টেন। ওনাদের কাছে এত ছোট ডিমান্ড করতেছ কেন, তুমি বিষয়টা জানাবে না আমারে। এরপর আফতাব জানাচ্ছি বলে ফোন রেখে দেন।
এই আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ভিডিওটি সাত-আট মাসের আগের।

যে ভিডিও করছে সে এই সম্পর্কে একটা বক্তব্য দেবে। ওনার বক্তব্যে বিষয়টি পরিষ্কার হবে। তিনি আরো বলেন, ভিডিওর কথাটা নিজের বলে স্বীকার করেন। আফতাবকে জোর করে বাধ্য করছে এমন করে কথা বলতে আমার সঙ্গে। ভিডিওর বিষয়ে আফতাব হোসেন রিফাত বলেন, বন্দর কেন্দ্রীক ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে। ঘটনটা শুরু হয় মে মাসের ৩০ তারিখ থেকে। জয় আমাকে ফোন দিয়ে ডেকে নেয়। সঙ্গে ২৫ থেকে ৩০ জনকে নিয়ে এসে মারধর শুরু করে। এরপর নিজাম ভাইকে কল দিতে বলে। এরপর তারা জোরপূর্বক ভাইরাল হওয়া ভিডিওটি করে। নিজাম ভাইয়ের সঙ্গে আমরা সব সময় এমন দুষ্টুমি করি। নিজাম ভাই ভাবছে দুষ্টুমি করে চাঁদার কথা বলছি। নিজাম ভাইও আমার কথার প্রেক্ষিতে কথা বলেছেন।

তবে ভিডিওটি বন্দর কেন্দ্রীক কোন আন্দোলনের বিষয়ে কথা বলা হচ্ছে তা নিশ্চিত হতে পারেনি কালের কণ্ঠ।

হোমনায় কুমিল্লা-২ আসনের আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-২ সংসদীয় আসনের হোমনা-মেঘনা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন,২০২৩) বিকাল ৩ ঘটিকার সময় হোমনা উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামিলীগ কর্তৃক আয়োজিত মনিরুজ্জামান টিপু এর সঞ্চালনায় এ অনুষ্ঠানটি সূচনা করা হয়।

হোমনা উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। মেঘনা উপজেলা আ’লীগের সভাপতি ও আসন বাস্তবায়নের সভাপতি মো.শফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফফার দাউদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, উপদেষ্টা হোসেন মনির, মেঘনা উপজেলা আ’যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি শামীম। আরও উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুর রহমান আবুল। হোমনা-মেঘনার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও সামাজিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এ সময় দুই উপজেলার আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অঙ্গীকারে আবদ্ধ হন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম